Book Name:Hum Q Nahi Badaltay
স্বাদের অন্বেষণে ডুবে যাওয়া, ঈমানদারের শান নয়। হযরত আলীউল মুরতাদা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: দীর্ঘ আশা আখিরাতকে ভুলিয়ে দেয় এবং কুপ্রবৃত্তির চাহিদার আনুগত্য থেকে বিরত রাখে।দীর্ঘ আশা কাকে বলে? দীর্ঘ আশা দ্বারা উদ্দেশ্য কি? আসুন! শুনি।
যে বিষয়গুলো অর্জন করা খুবই কঠিন, তা অর্জন করার জন্য দীর্ঘ আশায় জীবনের মূল্যবান সময় নষ্ট করাকে দীর্ঘ আশা বলা হয়।
(ফয়যুল কদীর, হরফুল হামযা, ১/২৭৭, হাদীস ২৯৪)
মনে রাখবেন! দীর্ঘ আশা শয়তানের একটি হাতিয়ার, তাফসীরে সীরাতুল জিনানে রয়েছে: (অভিশপ্ত শয়তান) দীর্ঘদিন পর্যন্ত জীবিত থাকার চিন্তা মুসলমানের মন মননে বসিয়ে মৃত্যু থেকে উদাসিন রাখে। এমনকি এই আশায় থাকতে থাকতে হঠাৎ সেই সময় এসে যায় যে, মৃত্যু তার যন্ত্রণাদায়ক জালে টেনে নেয়, অতঃপর এখন আফসোস করে আর কোন লাভ নেই, বাধ্য হয়ে নিজের কৃতকর্মের পরিণাম ভোগ করতে হবে।
(সীরাতুল জিনান, ৩/৩১১)
প্রিয় ইসলামী ভাইয়েরা! বর্তমানে অধিকাংশ মানুষই মৃত্যুকে ভূলে দুনিয়ার দীর্ঘ আশায় হারিয়ে গেলো। না আছে ইলমে দ্বীন শিখার মানসিকতা আর না আছে হালাল ও হারামের তোয়াক্কা, মোটকথা মৃত্যুর প্রতি উদাসীনতা, দীর্ঘ আশা এবং দুনিয়ার প্রতি ভালবাসা আমাদেরকে পবিরর্তন হতে দেয় না, আমাদেরকে নিজেকে সংশোধন করতে দেয় না, আমাদের মনে খোদাভীতি সৃষ্টি হতে দেয় না, কেননা দীর্ঘ আশা গুনাহের মূল এবং মানুষের ধ্বংসের একটি বড় কারণ।
আল্লাহ
পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
ইরশাদ করেন:
اَوَّلُ فَسَادِهَا اَلْبُخْلُ وَالْاَمَلُ অর্থাৎ এই উম্মদের
প্রথম ফ্যাসাদ হলো; কৃপণতা ও দীর্ঘ আশা। (মিশকাতুল মাসাবিহ, বাবুল আমল
ওয়াল হিরস, ৩য় অধ্যায়, ২/৩৬০, হাদীস ৫২৮১)
হাকীমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসে পাকের ব্যাখ্যায় বলেন: অর্থাৎ মুসলমানের প্রথম গুনাহ, যা অন্যান্য গুনাহের মূল তা হলো দু’টি বিষয়: (১) কৃপণতা হলো খুন খারাবী ও ফ্যাসাদের মূল (২) দীর্ঘ আশা হলো উদাসীনতা ও গুনাহের মূল। মানুষ বার্ধক্যেও এটা ভাবে যে, এখন বয়স অনেক বাকি আছে, পরবর্তীতে নেকী করে নিবো, এই ভাবনায় থাকতে থাকতে, মৃত্যু এসে যায়।
(মিরাতুল মানাজিহ, ৭/৯৪)
হে আশিকানে রাসূল! আসলেই এটা সত্য যে, নফস ও শয়তান আমাদেরকে এমনভাবে ধোকায় নিক্ষেপ করে যে, এখনো তো তুমি যুবক, বার্ধক্যে তাওবা করে নিও বা চাকরী থেকে রিটায়ার্ড হওয়ার পর তাওবা করে নিও। এখনতো অনেক বয়স বাকি আছে, পরে একসময় তাওবা করে নিও বা বৃদ্ধ বয়সে অধিকহারে নেকী করে নিও, এই বাক্য আমাদেরকে নিজেকে পরিবর্তন এবং নিজের সংশোধন করতে দেয় না, অথচ যদি আমরা ভাবি তবে আমারা এমন অনেক যুবক পাবো, যারা যৌবন এই ধারনায় অতিবাহিত করতো, কিন্তু জীবন তাদের সাথে বিশ্বস্ততা করেনি, তারা হঠাৎ মৃত্যুর শিকার হয়ে গেলো, মৃত্যু তাদের এই হাসিখুশি দুনিয়া থেকে উঠিয়ে অন্ধকার কবরে পৌঁছে দিয়েছে। দীর্ঘ আশার কারণে নেকী করা কষ্টকর হয়ে যায়।