Esal-e-Sawab Ki Barkatain

Book Name:Esal-e-Sawab Ki Barkatain

          হযরত সায়্যিদুনা ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত, প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: এ দোয়া পাঠকারীর জন্য সত্তরজন ফিরিশতা এক হাজার দিন পর্যন্ত নেকী সমূহ লিখতে থাকেন(মুজামুয যাওয়ায়িদ, কিতাবুল আদইয়াহ, ১০/২৫৪, হাদীস ১৭৩০৫)

(২) যেন শবে কদর পেয়ে গেলো

          প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো

 (তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)

لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم

          সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেইআল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিকপ্রতিপালক

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

সাপ্তাহিক ইজতিমার হালকার সিডিউল ২০ ফেব্রুয়ারী ২০২৫ইং

() সুন্নাত আদব শিখা: মিনিট () দোয়া মুখস্ত করানো মিনিট,
(
) যাচাই: মিনিট, সর্বমোট ১৫ মিনিট

জানাযার অবশিষ্ট আহকাম

* জানাযা কাঁধে নেয়া সাওয়াবের কাজ, হাদিসে পাকে রয়েছে: “যেই ব্যক্তি জানাযা কাঁধে নিয়ে চল্লিশ কদম হাঁটে তার চল্লিশটি কবিরা গুনাহ মাফ করে দেয়া হবেঅপর এক হাদিসে পাকে রয়েছে: “যে ব্যক্তি জানাযার খাটিয়ার চারটি পায়া কাঁদে নিবে তাকে আগাম মাগফিরাত দান করা হবে(জাওহিরা, ১৩৯ পৃ: দুররে মুখতার, /১৫৮, ১৫৯ বাহারে শরীয়ত, /৮২৩) * সুন্নাত হলো এটি যে, একের পর এক চারটি পায়া কাঁদে নেয়া আর প্রতিবার দশ কদম করে চলা পুরো সুন্নাত হলো এটি যে, প্রথমে মাথার ডান পার্শ্ব কাঁদে নেয়া এরপর ডান পা (অর্থাৎ ডান পায়ের দিকে) এরপর মাথার বাম পার্শ্ব এরপর বাম পায়ের দিক কাঁদে নেয়া আর এইভাবে দশ কদম করে হেঁটে যাওয়া সুতরাং এইভাবে চল্লিশ কদম হয়ে গেলো (আলমগিরি, /১৬২ বাহারে শরীয়ত, /৮২২) * জানাযা কাঁদে নেয়ার সময় জেনে বুঝে কষ্ট হয় এমন ধরনে মানুষকে ধাক্কা দেয়া যেমনটি কিছু কিছু বড়লোকদের জানাযায় করা হয়ে থাকে এটা নাজায়িয হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ * স্বামী তার স্ত্রীর জানাযা কাঁদেও নিতে পারবে, কবরেও নামাতে পারবে এবং চেহারাও দেখতে পারবে শুধুমাত্র গোসল দেয়া বিনা প্রতিবন্ধকে হাত লাগানো নিষেধ (বাহারে শরীয়ত, /৮১২, ৮১৩) * জানাযার সাথে উচ্চ আওয়াজে কালিমায়ে তায়্যিবা অথবা কালিমায়ে শাহাদত অথবা হামদ নাত ইত্যাদি পাঠ করা জায়িয                                                                          (ফতোওয়ায়ে রযবীয়া, /১৩৯ থেকে ১৫৮)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

হাঁচি আসলে পড়ার দোয়া

          দাওয়াতে ইসলামীর সপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার সিডিউল অনুযায়ীহাঁচি আসলে পড়ার দোয়ামুখস্ত করানো হবে যথা: