Esal-e-Sawab Ki Barkatain

Book Name:Esal-e-Sawab Ki Barkatain

দুঃখ কষ্টে সঙ্গ দেয় এবং তার কষ্ট লাগব করার চেষ্টা করে থাকে, অসুস্থ হলে সেবাও করে, কিন্তু যখন এই মানুষই সংকির্ণ অন্ধকার কবরে চলে যায় তখন সেখানে না তার পিতামাতা, না ভাই-বোন, না পরিবার পরিজন আর না বন্ধু-বান্ধব তার সাথে থাকে বরং সে কবরে একাই থাকে কবরে যাওয়ার পর তার উপর যা অতিবাহিত হয়, তার অবস্থা তো সে নিজেই ভাল জানে

কবরের অবস্থা বর্ণনা করতে গিয়ে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمইরশাদ করেন: اَلْقَبْرُ رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ،اَوْ حُفْرَةٌ مِنْ حُفَرِ النَّار অর্থাৎ নিশ্চয় কবর জান্নাতের বাগানসমূহের মধ্যে একটি বাগান বা জাহান্নামের গর্তসমূহের মধ্যে একটি গর্ত (তিরমিযি /২০৮, হাদিস: ২৪৬৮) এখন যে কবরে বিদ্যমান আমরা তার সম্পর্কে জানি না যে, কবর তার জন্য জান্নাতের বাগান হলো নাকি
مَعَاذَ الله জাহান্নামের গর্ত হলো কিন্তু আমাদের একজন মুসলমানের প্রতি কল্যাণ কামনার চেতনা রেখে তার জন্য ইছালে সাওয়াব করার অভ্যাস গড়া উচিৎ

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

হাদিসে মুবারাকা থেকে সাওয়াব পৌঁছানোর প্রমাণ

উম্মুল মুমিনিন হযরত সায়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا থেকে বর্ণিত যে, রাসূলূল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আদেশ দিলেন: শিং ওয়ালা ভেড়া নিয়ে আসো, যা কালোতে চলে, কালোতে বসে এবং কালোতে দেখে (অর্থাৎ পা কালো হবে এবং পেট কালো হবে আর চোখ কালো হবে) সেটা কুরবানীর জন্য উপস্থিত করা হলো, তখন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: “আয়েশা! ছুরি নিয়ে এসো এবং তা পাথরে ধাঁর করো, অতঃপর হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ছুরি নিলেন এবং ছাগলটিকে মাটিতে শোয়াইয়ে জবেহ করে দিলেন অতঃপর ইরশাদ করলেন: হে আল্লাহ! তুমি একে মুহাম্মদ (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) এবং তাঁর পরিবার উম্মতদের পক্ষ থেকে কবুল করুন

(মুসলিম, কিতাবুল আদহী, বাবু ইস্তিহবাবু ইস্তিহসানুদ দ্বাহিয়া, হাদিস: ১৯, (১৯৬৭), ৮৩৭ পৃ:)

হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নঈমীرَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ব্যাখ্যায় বলেন: অর্থাৎ কুরবানীর সাওয়াবে এদেরও অংশিদার বানিয়ে দিন এতে জানা গেলো যে, নিজের ফরয ওয়াজিবের সাওয়াব অপরকেও প্রেরণ করা যায়, এতে কমবে না এই হাদিস শরীফ দ্বারা খাবার সামনে রেখে ইছালে সাওয়াব করার মযবুদ দলিল রয়েছে যে, ছাগল সামনে ছিলো এবং হুযুরصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এটির সাওয়াব নিজের পরিবার এবং উম্মতদের জন্য প্রেরণ করলেন (মিরাতুল মানাজিহ, /৩৬৮)

          হুযুরصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত সায়্যিদাতুনা খাদিজা رَضِیَ اللهُ عَنْہَا কে অধিকহারে স্মরণ করতেন এবং অনেক সময় ছাগল জবাই করে এর মাংস টুকরো করতেন আর উম্মুল মুমিনিন হযরত খাদিজা رَضِیَ اللهُ عَنْہَا এর সাথীদের ঘরে প্রেরণ করতেন (বুখারি: /৫৬৫, হাদিস: ৩৮১৮)