Book Name:Esal-e-Sawab Ki Barkatain
হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِবলেন: অধিকাংশ সময় হুযুরে আনওয়ার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত খাদিজা رَضِیَ اللهُ عَنْہَا এর পক্ষ থেকে ছাগল কুরবানী করতেন এবং তাঁকে সাওয়াব প্রেরণ করার জন্য মাংস তাঁর বান্ধবীদের মাঝে বণ্টন করে দিতেন। এই হাদিস শরীফ থেকে কিছু মাসআলা প্রতীয়মান হয়: (১) মৃতের পক্ষ থেকে কুরবানী করা জায়িয। (২) মৃতকে দান ও সদকার সাওয়াব প্রেরণ করা সুন্নাত। (৩) মৃতের নামে খাবার তার প্রিয় বন্ধু বান্ধবদের দেয়া উত্তম, এতে মৃতের দ্বিগুন আনন্দ অনুভূত হয়, একটি হলো সাওয়াব পৌঁছার অপরটি তার বন্ধু বান্ধবদের সাহায্য করার।
(মিরাতুল মানাজিহ, ৮/৪৯৬)
হে আশিকানে রাসূল! জানা গেলো, জীবিতরা মৃতদের বরং যারা এখনো জন্মই নেয়নি তাদের জন্যও ইছালে সাওয়াব করা শুধু জায়িয নয় বরং সুন্নাত দ্বারা প্রমাণিত। এটাও জানা গেলো! খাবার ইত্যাদি সামনে রেখে সাওয়াব পৌঁছানোও জায়িয আমল।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে সাহাবা ও আহলে বাইত! মনে রাখবেন! সাওয়াব পৌঁছানোর এই ধারাবাহিকতা শুধু হুযুরصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمএর পবিত্র সত্তা পর্যন্ত সীমাবদ্ধ নয় বরং তাঁর সাহাবায়ে কিরামরাও عَلَیْہِمُ الرِّضْوَان তাঁদের মরহুম মুসলমানদেরকে সাওয়াব পৌঁছানার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতেন। যেমনটি
হযরত আল্লামা জালালুদ্দীন সুয়ুতী শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উদ্ধৃত করেন যে, সাহাবায়ে কিরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان সাতদিন পর্যন্ত মৃতের পক্ষ থেকে খাবার খাওয়াতেন। (আল হাভী লিল ফাতোয়া, ২/২২৩)
হযরত সায়্যিদুনা সা’দ বিন উবাদা رَضِیَ
اللهُ عَنْہُ এর সম্মানিতা মাতার ইন্তিকাল হলে তিনি প্রিয় নবী( صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) এর দরবারে উপস্থিত হয়ে আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ
! صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার সম্মানিতা মাতা আমার অনুপস্থিতিতে ইন্তিকাল করেছিলেন, যদি আমি তাঁর পক্ষ থেকে কিছু সদকা করি তবে কি তা তাঁর কোন উপকারে আসবে? ইরশাদ করলেন: হ্যাঁ, জিজ্ঞাসা করা হলো: তবে আমি আপনাকে সাক্ষী বানিয়ে বলছি যে, আমার বাগান তাঁর পক্ষ থেকে সদকা করে দিলাম। (বুখারি, ২/২৪১, হাদিস: ২৭৬২) অপর এক বর্ণনায় রয়েছে: হযরত সা’দ رَضِیَ
اللهُ عَنْہُ প্রিয় নবী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে আরয করলো: ইয়া রাসূলাল্লাহ
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমার সম্মানিতা মা ইন্তিকাল করেছেন, (আমি সাওয়াব পৌঁছানোর জন্য কিছু সদকা করতে চাই (বাহারে শরীয়ত, ২/৫২১) তবে কোন সদকাটি তাঁর জন্য উত্তম হবে? ইরশাদ করলেন: পানি (কেননা সেখানে পানির অভাব ছিলো এবং এর অনেক প্রয়োজন ছিলো (বাহারে শরীয়ত, ২/৫২২), তখন তিনি একটি কুপ খনন করলেন এবং বললেন: هَذِهِ
لِاُمِّ سَعْدٍ এই কুপ সা’আদ এর মায়ের (ইছালে সাওয়াবের) জন্য।