Book Name:Esal-e-Sawab Ki Barkatain
হযরত সায়্যিদুনা বাশ্শার বিন গালিব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি হযরত সায়্যিদাতুনা রাবেয়া বসরীয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর জন্য অনেক দোয়া করতাম, এক রাতে আমি তাঁকে স্বপ্নে দেখলাম, তিনি বলছিলেন: হে বাশশার! তোমার উপহার আমাকে নূরের থালায় রেশমী রুমাল দ্বারা আবৃত করে পৌঁছানো হয়, যখন জীবিত লোকেরা মৃতদের জন্য দোয়া করে, তখন তাদের সাথে এরূপই হয়, তা গ্রহন করে নূরের থালায় রাখা হয় অতঃপর রেশমী রুমাল দ্বারা আবৃত করে মৃতের নিকট উপস্থাপন করা হয়ে আর যার জন্য দোয়া করা হয়েছে তাকে বলা হয়: অমুক তোমার নিকট এই উপহার প্রেরণ করেছে। (আত তাযকিরা, বাবু মা ইয়াতবাউল মাইয়্যিতু ইলা কবরিহি, ৮৬ পৃ:)
سُبْحَانَ الله! আল্লাহ পাক কিরূপ দয়াশীল যে, দুনিয়ায় তো নিজের বান্দাদের উপর দয়া ও অনুগ্রহের বর্ষণ করে থাকেন কিন্তু যখন কোন মুসলমান মৃত্যুবরণ করে তবে জীবিতদের দোয়া ও ইছালে সাওয়াবের বরকতে মৃতদেরকে প্রশান্তি ও পরিতৃপ্তির দৌলত দান করেন, এটাও জানা গেলো যে, ইছালে সাওয়াবকারীর প্রতি রাসূলে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ও অনেক আনন্দিত হয় এবং সুসংবাদ দ্বারা ধন্য করেন। মনে রাখবেন! কোন মৃত মুসলমানের জন্য ইছালে সাওয়াব করা প্রকাশ্যভাবে তো নগন্য একটি কাজ, তবে এর বরকত অনেক বেশী, কিন্তু আফসোস! আজকাল আমরা দুনিয়াবী কাজে এতই ব্যস্ত হয়ে গেছি যে, আমাদের কাছে নিজ মরহুমদের জন্য ইছালে সাওয়াব করা বা কবরে গিয়ে যিয়ারত ও ফাতিহাখানি করারও সময় নেই, কতই আফসোসের বিষয় যে, আমরা দুনিয়াবী কাজ তো সহজেই করে নিই, কিন্তু যে কাজে স্বয়ং আমাদের এবং আমাদের মরহুমদের অসংখ্য উপকার রয়েছে, সেটাও আমরা কঠিন মনে করি অথবা গুরুত্বই দিই না, ধরে নেয়া যাক, কারো কাছে সময় আছে, তবে তার ইছালে সাওয়াব করার উপায় জানা নেই, অতঃপর এই কাজের জন্যও ইমাম সাহেব, মুযাজ্জিন সাহেব বা ধর্মীয় ব্যক্তি খোঁজা হয়।
আল্লাহ পাক শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ কে নিরাপদ রাখুক, যিনি আমাদের মতো মানুষদের নির্দেশনা দিতে বিভিন্ন বিষয়ের উপর কিতাব ও রিসালা রচনা করেছেন, যেন আমরা তা পাঠ করার মাধ্যমে নিজের দ্বীনি ও দুনিয়াবী বিষয়াদি উত্তম রূপে আদায় করতে পারি।
“ফাতিহা ও ইছালে সাওয়াবের পদ্ধতি” রিসালার পরিচিতি
যদি কেউ ফাতিহা ও ইছালে সাওয়াবের পদ্ধতি না জানে তবে চিন্তাগ্রস্ত হওয়ার প্রয়োজন নেই, মাকতাবাতুল মদীনা থেকে শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর “ফাতিহা ও ইছালে সাওয়াবের পদ্ধতি” রিসালাটি সংগ্রহ করে পাঠ করে নিন। যেটা থেকে অনেক কিছু জানার পাশাপাশি ইছালে সাওয়াবের পদ্ধতিও জানতে পারবেন। এই রিসালাটি নিজেও পড়ুন এবং অপরকেও পড়ার জন্য উৎসাহ দিন বিশেষকরে ইছালে সাওয়াবের অনুষ্ঠানগুলোতে (যেমন, কুলকানি, দশম দিবস, চেহলাম, বাৎসরিক ফাতিহা ইত্যাদি) মরহুমের ইছালে সাওয়াবের জন্য এই রিসালাটি বন্টন করুন, এই রিসালাটি দা’ওয়াতে ইসলামীর ওয়েব সাইট www.dawateislami.net থেকেও এই কিতাবটি পড়তে পারবেন, ডাউনলোড (Downloa) এবং প্রিন্ট আউট (Print Out) ও করতে পারবেন।