Book Name:Gaflat Ka Anjam
থেকে মুক্তির কারণ হতে পারবে? হাশরের ময়দানের ভয়াবহতায় আমাদের সম্পদ আরাম ও প্রশান্তির কারণ হতে পারবে? জাহান্নাম থেকে কি মুক্তি পাওয়ার জন্য আমাদের সম্পদ কাজে আসবে? নয়, কখনো নয় বরং কঠিন অবস্থা থেকে পরিত্রানের জন্য আমাদের ওই নেক আমল মুক্তির মাধ্যম হতে পারে যেগুলো থেকে আজ আমরা উদাসীন।
হযরত আউন বিন আব্দুল্লাহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আফসোস! আমি কত অলসতা করি অথচ আমার থেকে হিসাব নিকাশের ব্যাপারে কখনো অলসতা করা হবে না, আমার জীবন কিভাবে আনন্দময় হতে পারে? অথচ আমার সামনে এক কঠিন দিন রয়েছে, আমি আমলে কেন সক্রিয়তা অবলম্বন করি না অথচ আমি জানি না যে, আমার মৃত্যুর সময় কখন? আমি দুনিয়াতে কিভাবে আনন্দিত থাকব? অথচ আমি এখানে চিরস্থায়ী থাকব না, আমি সেটাকে কেন প্রাধান্য দেবো? আমার পূর্বে যে দুনিয়াকে প্রাধান্য দিয়েছিল দুনিয়া তাকে ক্ষতিগ্রস্ত করেছে, আমি সেটাকে কেন পছন্দ করব? এটাতো ধ্বংস হয়ে নিছিন্ন হয়ে যাবে, আমি এর প্রতি কেন আগ্রহ রাখবো, কারণ আমার ঠিকানা তো অন্য কোথাও। আমি এই (দুনিয়া হাত ছাড়া হওয়াতে) কেন আফসোস করবো? কেননা আল্লাহ পাকের শপথ! আমি জানি না যে, আমার গোনাহের কারণে আমার সাথে কেমন আচরণ করা হবে। (হিলয়াতুল আউলিয়া, ৪/২৮৫, সংখ্যা: ৫৫৯৩)
উদাসীনতা থেকে বাঁচার উপায়
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন যে, আমাদের বুযুর্গানে দ্বীনগণ নিজেকে উদাসীনতা ও লোভ থেকে বাঁচানোর জন্য সব সময় আখিরাতের চিন্তায় বিভোর থাকতেন। আমাদেরও তাঁদের জীবনাদর্শ অনুসরণ করে জীবদ্দশাতেই কবর হাশরের প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত এবং উদাসীনতার মত রোগ থেকে মুক্তির জন্য সেটার চিকিৎসা করা উচিত কারণ প্রত্যেক রোগ থেকে বাঁচার জন্য চিকিৎসা পন্থা অবলম্বন করা হয়, যেটার উপর আমল করে আরোগ্য লাভ করে। আসুন! উদাসীনতার মত রোগ থেকে বাঁচার কিছু উপায় (Methods) শুনুন এবং নিজের আখিরাত সর্বোত্তম করার জন্য চেষ্টা করুন।