Book Name:Gaflat Ka Anjam
থাকি। রাত দিন সম্পদশালী হওয়ার জন্য সোনালী স্বপ্ন দেখি, উন্নত গাড়িতে ঘুরা, নিত্য নতুন ফ্যাশন অবলম্বনের জন্য উদগ্রীব থাকি কিন্তু আমরা এটা ভুলে যায় যে, একদিন আমাদেরকে মরতে হবে আর এই হাস্যোজ্জ্বল বসতী দুনিয়া ছেড়ে শূন্য হাতে এখান থেকে যেতে হবে কিন্তু আমাদের কারো জানা নেই যে, আমাদের মৃত্যু কখন আসবে, আজকের দিন আমাদের জীবনের শেষ দিন হবে নাকি আসন্ন রাত আমাদের শেষ রাত হবে। বরং আমাদের নিকট এটারও গ্যারান্টি নেই যে, একের পর দ্বিতীয় শ্বাস নিতে পারব কিনা? হতে পারে যেই শ্বাস আমরা নিচ্ছি সেটাই আমাদের শেষ নিঃশ্বাস, দ্বিতীয় শ্বাস নেওয়ার সুযোগ নাও আসতে পারে। প্রায় আমরা এই সংবাদ শুনি যে, অমুক ব্যক্তি একেবারে ঠিকঠাক ছিল, বাহ্যিকভাবে তার কোন রোগ ছিল না কিন্তু হঠাৎ হার্ট ফেইল হওয়ার কারণে সামান্য মুহূর্তেই মৃত্যুর ঘাঠে পৌঁছে গেল। আসুন এক শিক্ষনীয় ঘটনা শুনি এবং গুনাহ থেকে তাওবা করে নেকীতে ব্যস্ত হয়ে যায়।
বন্যায় ডুবে গেল
বর্ণিত রয়েছে, এক ব্যক্তি বন্যা (Flood) আসার জায়গায় নিজের ঘর বানিয়ে রাখল। যখন তাকে বলা হল এটা খুব ভয়ানক জায়গা এখান থেকে চলে যাও। তখন সে বলল: আমি জানি যে, এটা ভয়ানক জায়গা কিন্তু এর সৌন্দর্য্যতা ও সতেজতা আমাকে আশ্চার্য করে ফেলেছে। তাকে বলা হল যে, সকল সৌন্দর্য্যতা জীবনের সাথে, সুতরাং নিজের জানের হিফাজত কর, নিজেকে নিজে বিপদে ফেলো না। সে বলল: আমি এই জায়গা কখনো ছাড়ব না। অতঃপর এক রাতে ঘুমন্ত অব্স্থায় তার উপর বন্যা বয়ে গেলো আর সে ডুবে মারা গেল। (উয়ুনুল হিকায়াত,পৃঃ ২২৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! উদাসীনতার ঘুম থেকে জাগ্রত হয়ে যান এবং আখিরাতের চিন্তা জাগ্রত করুন আর মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নিয়ে নিন। যদি আমরা এইভাবে দুনিয়ার সৌন্দর্য্যে বিভোর থাকি আর হঠাৎ কোন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে, কোন দূর্ঘটনার স্বীকার হয়ে বা হঠাৎ আমাদের শ্বাস বন্ধ হয়ে গেল আর আমরা মৃত্যুর কোলে ঢলে পড়লাম, তবে অনুশোচনা ছাড়া কোন কিছু কাজে আসবে না। নিজের মন