Book Name:Gaflat Ka Anjam
মস্তিস্ক থেকে এই চিন্তা বের করে দিন যে, এখনো তো আমার কোন বয়সই হয়নি, খুব ভালো সুস্থ মানুষ, এখনো তো দীর্ঘ জীবন পড়ে আছে শেষ বয়সে নেকী করে নিব। মনে রাখবেন! মৃত্যু শুধুমাত্র বৃদ্ব বা অসুস্থায় আসে না বরং ভালো সুস্থ হাস্যোজ্জ্বল যুবকও হঠাৎ মৃত্যুর স্বীকার হয়ে অন্ধকার কবরে চলে যায়। এই দুনিয়াটা হল এক অতিক্রমকারীর মতো, যেটা নির্ধারণ করার পর আমরা গন্তব্যে পৌঁছতে পারি, এখন ওই গন্তব্য জান্নাত হবে নাকি জাহান্নাম এটার পরিবেষ্টন এই কথার উপর যে, আমরা এই সফর কিভাবে নির্ধারণ করলাম। আল্লাহ পাক এবং তাঁর প্রিয় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনুসরণকারী হয়ে নাকি নাফরমান হয়ে? আফসোস তার উপর যে দুনিয়ার চাকচিক্য দেখার পরও তার ধোঁকায় পড়ে থাকে এবং মৃত্যু থেকে একেবারে উদাসীন থাকে।
দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী
আমীরুল মুমিনীন হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ নিজের সর্বশেষ (Last Sermon) খুতবায় যা ইরশাদ করেছেন, তাতে এটাও রয়েছে। আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়া শুধুমাত্র এই কারণে দিয়েছেন যে, যাতে তোমরা এর মাধ্যমে আখিরাতের প্রস্তুতি নিতে পারো। এইজন্য দেননি যে, তোমরা এর হয়েই থাকবে, নিশ্চয় দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী, তোমাদেরকে কখনো না ক্ষণস্থায়ী দুনিয়া প্রতারিত করে আখিরাত থেকে উদাসীন করে দেয়। ধ্বংসশীল দুনিয়াকে চিরস্থায়ী আখিরাতের উপর প্রাধান্য দিয়ো না, কারণ এই দুনিয়া শেষ হয়ে যাবে আর নিশ্চয় আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ পাককে ভয় করো কেননা তাঁর ভয় তাঁর আযাবের জন্য ঢাল সরূপ এবং তাঁর পর্যন্ত পৌঁছানোর মাধ্যম। (মাউসুআতে ইবনে আবিদ দুনিয়া,৫/৮৩ হাদীস: ১৪৬)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বর্ণিত রয়েছে যে, একজন নেককার লোক কোন এক জায়গা থেকে একটি স্বর্ণের ইট পেয়ে গেল, সে সম্পদের ভালোবাসায় বিভোর হয়ে সারা রাত বিভিন্ন ধরনের পরিকল্পনা করতে লাগল যে, এখন তো আমি খুব ভালো খাবার খাবো, উন্নত মানের পোশাক পরিধান করবো এবং অনেক চাকর রাখবো মোটকথা সম্পদশালী হয়ে যাওয়ার