Gaflat Ka Anjam

Book Name:Gaflat Ka Anjam

পেয়ে যেতাম, তবে নেক আমল করে নিতাম হায়! আমি যদি আমার জীবন উদাসীনতায় অতিবাহিত না করতাম, হায়! আমি আল্লাহ পাককে সন্তুষ্ট করে নিতাম কিন্তু ওই মুহূর্তে আফসো রার দ্বারা লাভ হবে না সুতরাং বুদ্বিমান (Wise) হল সেই যে তার জীবনের উদাসীনতা থেকে জাগ্রত হয়ে নেকীর ভান্ডার জমা করে নেয় এবং সুন্নাতের প্রদীপ কবরে সাথে করে নিয়ে যায় আর এইভাবেই কবরের আলোর বন্দোবস্ত করে নেন অন্যথায় আল্লাহ পাক এবং তাঁ রাসুল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অসন্তুষ্টির ক্ষেত্রে অনুশোচনা ছাড়া আর কিছুই করার থাকবে না

 

সম্পদ বন্টন করার সুযোগও পেল না

    হযরত আবু বকর বিন আব্দুল্লাহ মুরনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: বনি ইসরাইলের এক ব্যক্তি সম্পদ জমা করল, যখন তার মৃত্যুর সময় সন্নিকট হল তখন সন্তানদেরকে বলতে লাগলেন: আমাকে আমার বিভিন্ন সম্পদ দেখাও, তার নিকট অনেক ঘোড়া, উট এবং গোলাম নিয়ে আসা হল, যখন সে তাদের দিকে দেখল তখন অনুশোচনায় কান্না করতে লাগল মালাকুল মাউত عَلَیْہِ السَّلَام তাকে কান্না করতে দেখে বললেন: কেন কান্না করছ? ওই সত্তার শপ যিনি তোমাকে এই সব কিছু দিয়েছেন! যতক্ষ পর্যন্ত আমি তোমার রূ এবং শরীরকে একে অপর থেকে আলাদা করব না এখান থেকে যাব না সে বলল: মাকে কিছু সময় দিন আমি এই সম্পদকে বন্টন করে দিব, ফিরিশতা বলল: এখন তুমি আর সুযোগ পাবে না! তুমি এই কাজ তোমার মৃত্যু আসার পূর্বে কেন করলে না, অতঃপর মালাকুল মাউত عَلَیْہِ السَّلَام তার রূ কবজ করে নিলেন (ইহয়াউল উলুম,পৃঃ ৩৮৯)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

অসাধারণ অনুশোচনা

    হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম মুহাম্মদ গাযযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত শায়খ আবু আলী দাক্কা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একজন অনেক বড় আল্লাহর ওলী কঠিন রোগে আক্রান্ত হলেন, আমি তাঁর সেবা করা জন্য উপস্থিত হলাম আমি তাঁর আসে পাশে তাঁর ছাত্রদের উপবিষ্ট দেখতে পেলাম ওই বুযুর্গ কান্না করছেন, আমি আর