Book Name:Gaflat Ka Anjam
হলো, আজকে কি আপনি আল্লাহর পানাহ গুনাহ হয়ে যাওয়ার ক্ষেত্রে তাড়াতাড়ি তাওবা করে নিয়েছেন? (হায় প্রতিদিন কমপক্ষে ৭০ বার اَسْتَغْفِرُ الله পড়া নসীব হয়ে যায়)
প্রিয় ইসলামী ভাইয়েরা! হাদীসেও আমাদেরকে প্রতিদিন তাওবা ও ইস্তিগফার করার উৎসাহ দিয়েছেন, এই নেক আমলের উপর আমল করার বরকতে আমরা হাদীসের উপরও আমলকারী হয়ে যাব,তাছাড়া আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের মধ্যেও অন্তর্ভুক্ত হয়ে যাব,কারণ আল্লাহ পাক তাওবাকারীদের পছন্দ করেন।
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ানকে শেষের দিকে সুন্নাতের ফযীলত এবং কিছু সুন্নাত ও এর আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করবো। নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে আমার সুন্নাতকে ভালোবাসল সে আমাকে ভালোবাসল,আর যে আমাকে ভালোবাসল সে আমার সাথে জান্নাতে থাকবে। (মিশকাতুল মাসাবীহ,খন্ড: ১,পৃঃ ৫৫, হাদীস: ১৭৫)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা “১০১ মাদানী ফুল” থেকে নখ কাটার কিছু মাদানী ফুল শুনি। * জুমার দিন নখ কাটা মুস্তাহাব। তবে হ্যাঁ,যদি বেশি বেড়ে যায় তবে জুমার জন্য অপেক্ষা করবেন না। (দুররে মুখতার ৯/৬৬৮) * সদরুশ শরীয়া বদরুদ ত্বরীকা মাওলানা আমজাদ আলী আযমী
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: বর্ণিত আছে: যে জুমার দিন নখ কাটবে আল্লাহ পাক তাকে আগামী জুমা পর্যন্ত বিপদ আপদ থেকে নিরাপদ রাখবেন, আরো তিনদিন সহ অর্থাৎ দশ দিন পর্যন্ত। এক রেওেয়ায়েতে এটাও রয়েছে যে, যে জুমার দিন নখ কাটবে তার জন্য রহমত আসবে এবং গুনাহ চলে যাবে। (দুররে মুখতার,রদ্দুল মুহতার,৯/৬৬৮, বাহারে শরীয়ত,১৬ অংশ, পৃঃ ২২৫-২২৬)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد