Ikhtiyarat e Mustafa

Book Name:Ikhtiyarat e Mustafa

মহত্ব বর্ণনা করতে গিয়ে বলেন: মুসলমানরা! গুনাহের এমন কাফ্ফারা সম্পর্কে হয়তো কেউ শুনেনি (যে রোযা ভঙ্গ করাতে) সোয়া দুমণ খেজুর হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবার থেকে প্রদান করা হয় যে, নিজে খেয়ে নাও, কাফ্ফারা হয়ে যাবে وَالله! এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর রহমত পূর্ণ দরবার যে, শাস্তিকে পুরস্কারে পরিবর্তন করে দিলো (তিনি আরো বলেন:) তাঁর একটি কৃপা দৃষ্টি কবীরা গুনাহ সমূকে নেকীতে পরিবর্তন করে দেয় তাই اَرْحَمُ الرَّاحِمِیْن جَلَّ جَلَالُـہُ গুনাহগারদের, ভুলকারীদের, ধ্বংস প্রাপ্তদেরকে তাঁরই দরজা দেখিয়ে দিয়েছেন যে:

وَ لَوۡ اَنَّہُمۡ اِذۡ ظَّلَمُوۡۤا اَنۡفُسَہُمۡ جَآءُوۡکَ

(পারা: , সূরা: নিসা, আয়াত: ৬৪)

কানযুল ঈমান থেকে অনুবাদ: আর যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে, তখন হে মাহবুব (তারা) আপনার দরবারে হাযির হয়, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আর রাসূল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তাওবা কবুলকারী, দয়ালু পাবে (ফাতাওয়ায়ে রযভিয়া, ৩০/৫৩১)

আক্বা কি আমদ .... মারহাবা, মুস্তফা কি আমদ .... মারহাবা,

মুজতবা কি আমদ .... মারহাবা, ত্ব-হা কি আমদ .... মারহাবা,

লা কি আমদ .... মারহাবা, বালা কি আমদ .... মারহাবা,

মারহাবা ইয়া মুস্তফা, মারহাবা ইয়া মুস্তফা, মারহাবা ইয়া মুস্তফা, মারহাবা ইয়া মুস্তফা

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

সাক্ষীর ব্যাপারে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ক্ষমতা

    আল্লাহ পাক পরস্পর লেনদেনের বিষয়ে দুজন পুরুষকে সাক্ষী বানানোর আদেশ দিয়ে পবিত্র কুরআনের পারা-, সূরা- বাকারা ২৮২নং আয়াতে ইরশাদ করেন: