Ikhtiyarat e Mustafa

Book Name:Ikhtiyarat e Mustafa

    সদরুল আফাযিল, হযরত আল্লামা মাওলানা সায়্যিদ মুফতি মুহাম্মদ নঈম উদ্দিন মুরাদাবাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতে মোবারকার তাফসীর বর্ণনা করতে গিয়ে বলেন: গর্ভবতীর ইদ্দত গর্ভ শেষ হওয়া পর্যন্ত (অর্থাৎ সন্তান প্রসব হওয়ার সাথে সাথেই ইদ্দত শেষ হয়ে যাবে) যেমন- সূরা তালাক- বর্ণিত রয়েছে আর এখানে গর্ভবতী নয় এমন মহিলাদের জন্য বর্ণিত হয়েছে যার স্বামী মারা যায় তার ইদ্দত চার () মাস দশ (১০) দিন এই সময়ের মধ্যে সে না বিয়ে করতে পারবে, না স্বামীর ঘর ছেড়ে যেতে পারবে, না বিনা প্রয়োজনে তেল লাগাতে পারবে, না সুগন্ধী লাগাতে পারবে, না সাজতে পারবে, না রঙ্গিন রেশমী কাপড় পরিধান করতে পারবে, না বিয়ের উৎসাহ মূলক কথাবার্তা খোলা মেলা ভাবে করবে

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বর্ণনাকৃত আয়াত এবং এক তাফসীরের দ্বারা বিস্তারিত ভাবে প্রতিমান হয় যে, যদি গর্ভবতী নয় এমন মহিলার স্বামী মারা যায় তবে তার ইদ্দত চার মাস দশ দিন আসুন! এবার এই বিষয়েও হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ক্ষমতা পর্যবেক্ষণ করুন:

    হযরত আসমা বিনতে উমাইস رَضِیَ اللهُ عَنْہَا এর চার মাস দশ দিনের ইদ্দতের সময় সীমা কমিয়ে তাঁকে শুধুমাত্র তিন দিনের শোক পালন করার আদেশ দিয়ে দিলেন যেমন-

    হযরত আসমা বিনতে উমাইস رَضِیَ اللهُ عَنْہَا বলেন: যখন (আমার প্রথম স্বামী) হযরত জাফর তাইয়ার رَضِیَ اللهُ عَنْہُ শহীদ হলেন, তখন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে ইরশাদ করলেন: تَسَلَّبِـیْ ثَلٰـثًا ثُمَّ اِصْنَعِـیْ مَا شِئْتِ অর্থাৎ তিন দিন সাজসজ্জা করা থেকে বিরত থেকে অতঃপর যা ইচ্ছা করো (সুনানে কুবরা, কিতাবুল আদদ, বাবুল আহদাদ, /৭২০, হাদীস: ১৫৫২৩)