Ikhtiyarat e Mustafa

Book Name:Ikhtiyarat e Mustafa

    এক ব্যক্তি, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খিদমতে উপস্থিত হয়ে আরয করল: আমি আপনার ( صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ) উপর ঈমান আনতে চাই কিন্তু আমি মদ্যপান, ব্যভিচার, চুরি এবং মিথ্যা বলায় অভ্যস্ত এবং লোকেরা বলে, আপনি ( صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ) এসবকে হারাম করেছেন আমি (হঠাৎ করে) এসব গুনাহ তো ছাড়তে পারবো না যদি আপনি এই বিষয়ে রাজি হয়ে যান যে, আমি এসবের থেকে মাত্র একটি খারাপ কাজ বাদ দেব, তবে আমি আপনার উপর ঈমান আনতে রাজি আছি হুযুর পাক  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: তুমি মিথ্যা বলা ছেড়ে দাও সে ব্যক্তি এই বিষযে সম্মত হয়ে মুসলমান হয়ে গেল যখন ব্যক্তি প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কাছ থেকে ফিরে গেল তখন তাকে মদ দেয়া হলো, সে ভাবল; যদি আমি মদ পান করি এবং হুযুর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে মদের ব্যাপারে জিজ্ঞাসা করলে আমি মিথ্যা বললে ওয়াদা ভঙ্গ হবে, আর যদি সত্য বলি তবে তিনি আমার উপর শরীয়াতের শাস্তি প্রদান করবেন সুতরাং সে মদ্যপান করা ছেড়ে দিলো অতঃপর তার ব্যভিচার করার সুযোগ হলো তখন তার মনে খেয়াল আসলো, সুতরাং সে এই গুনাহ করাও ছেড়ে দিলো এভাবে চুরি করার অবস্থায়ও এরূপ হলো অতঃপর সে রাসূরে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে উপস্থিত হয়ে আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! আপনি অনেক ভাল কাজ করেছেন যে, আমাকে মিথ্যা বলা থেকে নিষেধ করেছেন এবং এটা আমার সকল গুনাহের দরজা বন্ধ করে দিয়েছ এরপর ব্যক্তি সকল গুনাহ থেকে তাওবা করে নিলেন

(তাফসীরে কবীর, পারা ১১,আত তাওবা,আয়াত ১১৯)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ক্ষমতা সম্পর্কে বর্ণনাকৃত এই সকল ঘটনা থেকে এ বিষয়ে অনুমান