Ikhtiyarat e Mustafa

Book Name:Ikhtiyarat e Mustafa

করতে গিয়ে) বলে যে, আমাদের এবং তোমাদের মাঝে আল্লাহ পাকের কিতাব কুরআন বিদ্যমান

    আমরা এতে যা হালাল পাবো, শুধুমাত্র তাকে হালাল এবং এতে যা কিছু হারাম পাবো, শুধুমাত্র তাকেই হারাম জানব (অতঃপর ইরশাদ করেন:)

اَلَا وَاِنَّ مَا حَـرَّمَ رَسْوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ مَا حَـرَّمَ اللهُ

    অর্থাৎ সাবধান! যে জিনিসকে আল্লাহ পাকের রাসূল হারাম করে দেন তাও আল্লাহ পাকের পক্ষ থেকে হারামের মতোই হারাম

(ইবনে মাজাহ, কিতাবুস সুন্নাহ, বাবু তাযীমে হাদীসে রাসূলিল্লাহ্, /১৬, হাদীস: ১২)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    মনে রাখবেন! যে আল্লাহ পাক দুনিয়ায় কম বেশি একলক্ষ চব্বিশ হাজার (,২৪,০০০) নবী রাসূল পাঠিয়েছেন আর তাঁদেরকে বিভিন্ন প্রকার মুজিযা এবং অতুলনীয় ক্ষমতা দ্বারা ধন্য করেছেন যেমন- হযরত ঈসা রূহুল্লাহ্ عَلَیْہِ السَّلَام কে মৃত ব্যক্তি জীবিত করা, কুষ্ঠ প্লেগ রোগ দূর করার ক্ষমতা মুজিযা প্রদান করা হয়েছে হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام কে জ্বীন আর বাতাসের উপর রাজত্ব এবং তিন মাইল দূর থেকেও পিপঁড়ার আওয়াজ শুনা ইত্যাদির মতো ক্ষমতা প্রদান করেন আর যখন আল্লাহ পাক হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে রাসূল বানিয়ে পাঠালেন তখন যেহেতু তাকে পূর্ববর্তী পরবর্তী সকল কিছুর সরদার বানানো হয়েছে, তাই আল্লাহ পাক হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে পূর্ববর্তী আম্বিয়া রাসূলদের عَلَیْهِمُ السَّلَام চেয়ে বেশি ফযীলত মহত্ব এবং ক্ষমতার মালিক বানালেন এমনকি হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে চন্দ্র সূর্যের উপরও ক্ষমতা প্রদান করা হয়েছে যেমন-