Sadqat K Fazail

Book Name:Sadqat K Fazail

    হযরত সায়্যিদুনা শায়খ আল্লামা ইয়াফেয়ে ইয়ামনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: অনেকে এই ঘটনা সম্পর্কে এটাই বর্ণনা করেন যে, ভিক্ষুককে যে ডিম দেয়া হয়েছিলো তাতে তিনটি ডিম ভাল এবং একটি ডিম ভাঙ্গা ছিলো আল্লাহ পাক প্রতিটির বদলে দশটি করে দান করেছেন ভাল ডিমের বদলে ভাল এবং ভাঙ্গা ডিমের বদলে ভাঙ্গা

(ফয়যানে সুন্নাত, খাবারের আদব অধ্যায়, ১ম খন্ড, ৩৮২ পৃষ্ঠা রওযুর রিয়াহীন, ১৫১ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের বুযুর্গানে দ্বীনরা رَحِمَہُمُ اللهُ الْمُبِيْن শুধু নিজেরা অধিকহারে সদকা খয়রাত করতেন না বরং অন্যান্যদেরকেও এই কল্যাণময় কাজে অনেক উৎসাহ প্রদান করতেন, আসুন! এপ্রসঙ্গে তিনটি বাণী শ্রবণ করি:

() সর্বাবস্থায় সদকা করো

    আমীরুল মুমিনিন হযরত সায়্যিদুনা আলীউল মুরতাদ্বা کَرَّمَ اللهُ وَجْہَہُ الْکَرِیْم বলেন: যদি তোমার নিকট দুনিয়ার সম্পদ আসে, তবে তার মধ্য থেকে কিছু ব্যয় করো, কেননা ব্যয় করাতে তা শেষ হয়ে যায়না এবং যদি দুনিয়ার সম্পদ তোমার প্রতি বিমূখ হতে থাকে, তবুও এর মধ্য থেকে কিছু ব্যয় করো, কেননা তা অবশিষ্ট থাকার নয় (ইহইয়াউল উলুম, /৭৩৮)

() দানশীলতা কি?

    হযরত সায়্যিদুনা হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ থেকে জিজ্ঞাসা করা হলো যে, দানশীলতা কি? বললেন: আল্লাহ পাকের জন্য নিজের সম্পদ  অধিকহারে ব্যয় করা অতঃপর জিজ্ঞাসা করা হলো: সতর্কতা কি? বললেন: আল্লাহ পাকের জন্য সম্পদকে জমা করে রাখা, আরো জিজ্ঞাসা করা হলো: অপচয় কি? বললেন: ক্ষমতার আকাংখায় সম্পদ ব্যয় করা

(ইহইয়াউল উলুম, /৭৩৯)

() ক্ষমা দানশীলতা ঈমানের অংশ

    হযরত সায়্যিদুনা হুযাইফা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: দ্বীনের ক্ষেত্রে গুনাহগার এবং জীবনে সহায়হীন দুরাবস্থা সম্পন্ন অনেক লোক শুধু নিজের দানশীলতার কারণেই জান্নাতে প্রবেশ করবে (ইহইয়াউল উলুম, /৭৪০)