Sadqat K Fazail

Book Name:Sadqat K Fazail

* ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো *  বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো *নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

চার দিরহামের পরিবর্তে চারটি দোয়া

    মাকতাবাতুল মদীনার কিতাব ফয়যানে সুন্নাত প্রথম খন্ডের অধ্যায় ফয়যানে بِسْمِ الله এর ৮৬ পৃষ্ঠায় শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী যিয়ায়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উদ্ধৃত করেন:

    হযরত সায়্যিদুনা মনসুর বিন আম্মার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একবার বর্ণনা করছিলেন যে, কোন হকদার ব্যক্তি ৪টি দিরহামের জন্য আবেদন করলো। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ঘোষণা দিলেন: এ ব্যক্তিকে যে ৪টি দিরহাম প্রদান করবে, তার জন্য আমি চারটি দোয়া করবো তখন সেদিক দিয়ে একজন গোলাম যাচ্ছিলো, তখন কামিল ওলীর দয়াপুর্ণ আওয়াজ শুনে তার পা স্থির হয়ে গেলো, তার নিকট যে ৪টি দিরহাম ছিলো তা সে ঐ ব্যক্তিকে দিয়ে দিলো। হযরত সায়্যিদুনা মানসূর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: বলো কোন ৪টি দোয়া করাতে চাও? সে আরয করলো: (১) আমি যেনো গোলামী থেকে মুক্তি পেয়ে যাই (২) আমি যেনো ঐ দিরহামগুলোর বিনিময় পেয়ে যাই (৩) আমার এবং আমার মুনিবের যেনো তাওবা নসীব হয় (৪) আমার, আমার মুনীবের, আপনার এবং এখানে উপস্থিত সকলের যেনো গুনাহ ক্ষমা হয়ে যায়। হযরত সায়্যিদুনা মনসূর বিন আম্মার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হাত তুলে দোয়া করলেন, গোলাম নিজের মুনীবের নিকট দেরীতে পৌঁছলো। মুনীব দেরী করার কারণ জানতে চাইলে সে পুরো ঘটনা খুলো বললো। মুনীব জিজ্ঞাসা করলো: প্রথম দোয়া কি ছিলো?” গোলাম বললো: আমি আরয করেছিলাম, দোয়া করুন যেনো আমি গোলামী থেকে মুক্তি পেয়ে যাই এটা শুনে মুনীবের মুখ থেকে তখনই বেরিয়ে এলো: যাও তুমি গোলামী থেকে মুক্ত হয়ে গেলে।” মুনীব বললো: দ্বিতীয় দোয়া কি করেছিলে?