Sadqat K Fazail

Book Name:Sadqat K Fazail

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

আর্থিক ইবাদতের গ্রহণযোগ্যতা

    প্রিয় ইসলামী ভাইয়েরা! যাকাত এবং সদকা খয়রাতকে আর্থিক ইবাদতে গন্য করা হয় এবং এই ইবাদতের সামর্থ্য আল্লাহ পাক সম্পদশালীদেরকেই দিয়েছেন, গরীব মিসকিন লোকদের চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি সম্পদ যেনো এক জায়গায় জমা হয়ে না যায়, বরং পুরো সমাজে যেনো বিবর্তন হতে থাকে তাছাড়া আল্লাহ পাক সম্পদকে গরীব মিসকিনদের মাঝে ব্যয় করাকে নিজের সন্তুষ্টির মাধ্যম বলে ঘোষণা করে দিয়েছেন, সুতরাং যদি কোন ব্যক্তি কোন গরীব মিসকিন ব্যক্তিকে আর্থিক সাহায্য করে, তার প্রতি দয়া করে তবে একে নিজের সৌভাগ্য মনে করবে এবং কখনোই সেই গরীবকে খোঁটা দিয়ে তাকে লজ্জিত করবে না মনে রাখবেন! সদকার সাওয়াব অর্জিত হয়, যার পরবর্তীতে খোঁটা দেয়া হয়না আল্লাহ পাক তাঁর পথে ব্যয়কারীদের সম্পর্কে ৩য় পারার সূরা বাকারার ২৬২ ২৬৩ নং আয়াতে ইরশাদ করেন:

اَلَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَہُمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ثُمَّ لَا یُتۡبِعُوۡنَ مَاۤ  اَنۡفَقُوۡا مَنًّا وَّ لَاۤ  اَذًی ۙ        لَّہُمۡ اَجۡرُھُمۡ عِنۡدَ رَبِّہِمۡ ۚ       وَ لَا خَوۡفٌ عَلَیۡہِمۡ  وَ لَا ھُمۡ  یَحۡزَنُوۡنَ (۲۶۲) قَوۡلٌ مَّعۡرُوۡفٌ وَّ مَغۡفِرَۃٌ خَیۡرٌ مِّنۡ صَدَقَۃٍ یَّتۡبَعُہَاۤ  اَذًی ؕ

(১ম পারা, সূরা বাকারা, আয়াত ২৬২, ২৬৩)

 কানযুল ঈমান থেকে অনুবাদ: ঐসব লোক, যারা স্বীয় সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, অতঃপর ব্যয় করার পর না খোঁটা দেয়, না ক্লেশ দেয়, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট রয়েছে এবং তাদের না আছে কোন আশংকা না আছে কোন দুঃখ ভালো কথা বলা এবং ক্ষমা করা, সেই সদকা অপেক্ষা শ্রেয়তর, যারপর ক্লেশ দেয়া হয়

    হযরত আল্লামা আলাউদ্দিন আলী বিন মুহাম্মদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাফসীরে খাযিনে এই আয়াতে মোবারকার আলোকে বলেন যে, খোঁটা দেয় দ্বারা উদ্দেশ্য হচ্ছে, কিছু দেয়ার পর অপরের সামনে তা প্রকাশ করা যে, আমি তাতে এতকিছু দিলাম এবং তোমার সাথে এরূপ আচরণ করলো। ব্যস  এরূপ কাউকে কষ্ট ও দুঃখিত করাকে খোঁটা দেয়া বলে এবং কাউকে কষ্ট দেয়া দ্বারা উদ্দেশ্য, তাকে লজ্জা দেয়া যেমন; এরূপ বলা যে, তুমি তো নিঃস্ব ছিলে, গরীব ছিলে, অসহায় ছিলে, অকেজো ছিলে ইত্যাদি, আমি তোমাকে দেখাশোনা করেছি। আরো বলেন: যদি ভিক্ষুককে কিছু নাই দেয়া হয়, তবুও তার সাথে