Sadqat K Fazail

Book Name:Sadqat K Fazail

দৈনন্দিন ব্যয় বহন করে আল্লাহ পাক তাদেরকে আপন অনুগ্রহে দ্বিগুণ বরং এর চেয়েও বেশি দান করবেন, আসুন! আমরাও নিয়্যত করি যে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের অনুদান দাওয়াতে ইসলামীকে দিবো এবং অপরকেও  এর প্রতি উৎসাহ প্রদান করবো اِنْ شَآءَ الله

সদকার সংজ্ঞা

    আসুন! সদকার সংজ্ঞাও জেনে নিই, সদকা দ্বারা উদ্দেশ্য হলো যে, কোন জিনিষ আল্লাহ পাকের পথে দিয়ে দেয়া এবং এর মাধ্যমে মানুষের মাঝে নিজের বাহ বাহ পাওয়া উদ্দেশ্য না হওয়া, বরং আল্লাহ পাকের দরবার থেকে সাওয়াব অর্জনের নিয়্যত করা (কিতাবুত তারিফাত, বাবুস সদ, ৯৪ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! সদকার বর্ণনাকৃত সংজ্ঞার প্রসঙ্গে এটাও জানা গেলো যে, সত্যিকার সদকা হলো তাই, যার উদ্দেশ্য লৌকিকতা, দুনিয়ার ভালবাসা এবং মানুষের মাঝে নিজের বাহ্ বাহ্ পাওয়া না হয়, বরং তা শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি খুশি এবং তাঁর পক্ষ থেকে অর্জিত সাওয়াব অর্জন করার উদ্দেশ্যে দেয়া হয়েছে মানুষ যে জিনিস আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য সদকা করছে তা প্রয়োজনীয় হওয়ার পাশাপাশি ভাল, উত্তম এবং কাঙ্ক্ষিত পছন্দনীয়ও হওয়া চাই, যেমন; কুরআনে পাকে আল্লাহ পাক ৪র্থ পারার সূরা আলে ইমরানের ৯২ নং আয়াতে ইরশাদ করেন:

لَنۡ تَنَالُوا الۡبِرَّ حَتّٰی تُنۡفِقُوۡا مِمَّا تُحِبُّوۡنَ ۬ؕ    وَ مَا تُنۡفِقُوۡا مِنۡ شَیۡءٍ فَاِنَّ اللّٰہَ بِہٖ عَلِیۡمٌ (۹۲)

(৪র্থ পারা, সূরা আলে ইমরান, আয়াত ৯২)

 কানযুল ঈমান থেকে অনুবাদ: তোমরা কখনো পূণ্য পর্যন্ত পৌছবেনা যতক্ষণ আল্লাহর পথে আপন প্রিয়বস্তু ব্যয় করবে না এবং তোমরা যা কিছু ব্যয় করো তা আল্লাহর জানা আছে

    সদরুল আফাযিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নঈমউদ্দীন মুরাদাবাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতের তাফসীরে বলেন: হযরত ইবনে ওমর رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন: এখানে ব্যয় করা’ ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, সব ধরনের সদকা এতে অন্তর্ভূক্ত, অর্থাৎ ওয়াজিব সদকা হোক  কিংবা নফল সদকা এতে অন্তর্ভূক্ত। হযরত হাসান (বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ) এর অভিমত হচ্ছে, যে সম্পদ মুসলমানদের নিকট প্রিয় আর তা আল্লাহ পাকের