Sadqat K Fazail

Book Name:Sadqat K Fazail

হতে পারবেন, সেটা কি, “দান বক্স বিভাগ (Donation  Boxes) মাধ্যমে আর্থিক সহযোগীতা 

    দাওয়াতে ইসলামীর দানবক্স বিভাগের পক্ষ থেকে একটি বক্সের ব্যবস্থা করা হয়েছে, এই দান বক্স দোকান, কারখানা, মার্কেট, শপিংমল, মেডিকেল স্টোর এবং অফিস ইত্যাদিতে রাখার পাশাপাশি ঘরেও রাখা যাবে, যাতে আমরা সহজ ভাবে প্রতিদিন কিছু না কিছু অর্থ  বক্সে ফেলতে পারি, যারা দোকানদার তারা ভালো ভালো নিয়্যত সহকারে তাদের গ্রাহকদের (Customers) একক প্রচেষ্টার মাধ্যমে তাদেরকেও আল্লাহর রাস্তায় ব্যয় করার উৎসাহ প্রদান ফযীলত বর্ণনা করে তাদের দান-সদকার অংশও যোগ করার ব্যবস্থা করেন তো মদীনা মদীনা হতো  

    পরামর্শ স্বরূপ আরজ হলো আমরা প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ধারণ করে নিই যেমন টাকা হোক, সুতরাং প্রতিদিন টাকা করে ফেলতে থাকি এবং দানবক্সের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী এই দান-অনুদানের অর্থ যিম্মাদারের নিকট জমাও করিয়ে দিই

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! যদি আমরাও আমাদের মধ্যে আল্লাহ পাকের রাস্তায় ব্যয় স্পৃহা জাগ্রত করতে চাই তাহলে আসুন দাওয়াতে ইসলামীর সুন্দর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যায়, اِنْ شَآءَ الله এই দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার বরকতে আমাদের মধ্যেও অন্যান্য বৈশিষ্ট সৃষ্টি হওয়ার পাশাপাশি আল্লাহর রাস্তায় দান-সদকা করার অভ্যাসও সৃষ্টি হয়ে যাবে اِنْ شَآءَ الله

বসার সুন্নাত আদব

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! বসার কিছু সুন্নাত আদব শ্রবণ  করি: চারজানু হয়ে বসা নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হতে প্রমাণিত

* যেখানে কিছুটা রোদ এবং কিছুট ছায়া থাকে সেখানে বসা থেকে বিরত থাকুন। নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যখন তোমাদের মধ্যে কেউ ছায়ায় বসে, অতঃপর ছায়া সেখান থেকে সরে যায় আর সেটার কিছু অংশ রোদ ও কিছু অংশ