Book Name:Sadqat K Fazail
তাফসীরে মাদারিকে হযরত সায়্যিদুনা আবুল বারাকাত আব্দুল্লাহ বিন আহমদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতে মোবারাকার আলোকে বলেন: যেভাবে মুনাফিকের আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য নয় এবং তারা নিজের সম্পদকে লোক দেখানোর জন্য ব্যয় করে নষ্ট করে দেয়, সেভাবে তোমরা খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে আপন সদকার প্রতিদানকে নষ্ট করো না।
(তাফসীরে মাদারিক, ৩য় পারা, সূরা বাকারা ২৬৪ নয় আয়াতের পাদটিকা, ১৪৭ পৃষ্ঠা)
তিনটি প্রয়োজনীয় বিষয়
প্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেলো যে, সদকা দিতে গিয়ে তিনটি বিষয়ের প্রতি সজাগ থাকা আবশ্যক: (১) সদকা দিয়ে খোঁটা না দেয়া (২) যাকে সদকা দিবে, তার মনকে বিদ্রুপের তীর দ্বারা ক্ষত না করা (৩) সদকা একনিষ্টতা সহকারে এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য দেয়া।
মুসলমানকে বিদ্রুপ করে, খোঁটা দিয়ে মনে কষ্ট প্রদানকারী এবং লৌকিকতার আপদে লিপ্তদের জন্য ভাবনার বিষয়, সুতরাং তাদের উচিৎ যে, যখনই সদকা ও খয়রাত করার সৌভাগ্য অর্জিত হয় তখন আলোচ্য বিষয় তিনটির প্রতি সজাগ থাকা, এমন যেনো না হয় যে, কাল কিয়ামতের দিন তারাও ঐসকল অসহায়দের মধ্যে গন্য হলো, যারা অসংখ্য নেকী নিয়ে এসেছিলো কিন্তু খালি হাতে রয়ে গেলো।
৬৮ নং নেক আমলের প্রতি উৎসাহ প্রদান:
দান-সদকা করার অভ্যাস গড়ার জন্য দা’ওয়াতে ইসলামী দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং ১২ দ্বীনি কাজের মধ্যে পরিপূর্ণ অংশ গ্রহণ করুন মাদানী কাফেলায় সফর এবং নেক আমলের রিসালা পূরণ (ঋরষষ) করে প্রতি মাসের প্রথম তারিখ জমা করান। শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ’র প্রদান কৃত “৭২ নেক আমল” এর মধ্য হতে ৬৮ নং নেক আমল হলো, আপনি কি এই মাসে কোন সুন্নী আলিম (বা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদিম) কে কিছু না কিছু আর্থিক খিদমত করেছেন? এই নেক আমলটিও সদকার অন্তর্ভূক্ত যদি আমরা নিয়মিত “৭২ নেক আমল” এর রিসালা পূরণ (ঋরষষ) করা শুরু করুন তাহরে ধীরে ধীরে অনেক নেক আমলের অভ্যস্ত হয়ে যাবেন।