Book Name:Fikr e Akhirat

 

ফয়যানে মাদানী কাফেলা! জারী রেহে গা اِنْ شَآءَ الله

ফয়যানে মাদানী কাফেলা! জারী রেহে গা اِنْ شَآءَ الله

    প্রিয় ইসলামী ভাইয়েরা! শবে কদরের ফযীলত রাতে ইবাদতকারীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিদান অনেক বেশি রয়েছে, আল্লাহ পাক রাতে তাঁর বান্দাদের উপর খুব বেশি বেশি রহমতের বৃষ্টি বর্ষণ করেন এবং গুনাহগারদের ক্ষমা মাগফিরাত দান করে তাদেরকে দোযখ থেকে মুক্তি দান করেন, কিন্তু কিছু হতভাগা এমনও রয়েছে যারা এই মহামান্বিত রাতেও ক্ষমা মাগফিরাত থেকে বঞ্চিত থাকে, যেমন

ফেরেশতারা পতাকা নিয়ে অবতরণ করে

    হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন: নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যখন শবে কদর আগমন করে তখন আল্লাহ পাকের নির্দেশে হযরত জিব্রাঈল (عَلَیْہِ السَّلَام) সবুজ পতাকা নিয়ে ফেরেশতাদের অনেক বড় দল সহকারে যমিনে তাশরিফ আনেন আর ঐ পতাকাটি খানায়ে কাবার উপর টাঙিয়ে দেন, হযরত জিব্রাঈল (عَلَیْہِ السَّلَام) র একশত (১০০) ডানা রয়েছে, তার মধ্য হতে শুধুমাত্র দুইটি ডানা ঐরাতে মেলে থাকে, সেই ডানা পূর্ব থেকে পশ্চিমে প্রসারিত হয়ে যায়, অতঃপর হযরত জিব্রাঈল (عَلَیْہِ السَّلَام) ফেরেশতাদের নির্দেশ দেন যেই মুসলমান আজ রাতে (ইবাদত), নামায অথবা আল্লাহ পাকের যিকিরে মশগুল থাকবে, তার সাথে সালাম ও মুসাফাহা করো আর তাদের দোয়ার মধ্যে আমিন বলো। সুতরাং সকাল পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, সকাল হতেই হযরত জিব্রাঈল (عَلَیْہِ السَّلَام) ফেরেশতাদের ফিরে যাওয়ার হুকুম দেন, ফেরেশতারা বলে: হে জিব্রাঈল! আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمর উম্মতের মুমিনের প্রয়োজনের ব্যাপারে কি করেছেন? হযরত জিব্রাঈল (عَلَیْہِ السَّلَام)