Book Name:Fikr e Akhirat

বলেন: আল্লাহ পাক ঐসব লোকদের উপর তাঁর বিশেষ দয়ার দৃষ্টি দিয়েছেন এবং চার () শ্রেণির লোক ব্যতীত সমস্ত লোকদেরকে ক্ষমা করে দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان বললেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! সেই চার শ্রেণির লোক কারা? ইরশাদ করলেন: () মদ পানকারী () মাতা-পিতার অবাধ্য () আত্মীয়দের সাথে (শরয়ী বিনা অপারগতায়) সম্পর্ক ছিন্নকারী () আপন মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ শত্রুতা পোষণকারী

(শুয়াবুল ঈমান, /৩৩৬ পৃষ্ঠা, হাদীস: ৩৬৯৫)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো মদ পানকারী, মাতা পিতার অবাধ্য সন্তান, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং পরস্পরের মধ্যে অকারণে বিদ্বেষ পোষণকারী শবে কদরের বরকত থেকে বঞ্চিত থাকে লক্ষ্য করুন! বর্ণনাকৃত অনিষ্টতার মধ্য হতে কোন অনিষ্ট আমাদের মধ্যে নেই তো? আমরা আমাদের মাতা পিতার মনে কষ্ট দিই না তো? অথবা কোন আত্মীয় যেমন ফুফি, ভাই, বোন, চাচা, খালো অন্যান্যদের সাথে শরয়ী কারণ ব্যতীত সম্পর্ক ছিন্ন নয় তো? আমাদের অন্তরে কোন মুসলমানের প্রতি ঘৃণা লুকিয়ে নেই তো? مَعَاذَ الله যদি কেউ এসব গুনাহে নিমজ্জিত থাকে তো তার উচিত সে যেন এসব গুনাহ থেকে সত্যিকার তাওবা করে এবং যাদের হক নষ্ট করেছে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়ার নিয়্যতও করুন, তা না হয় মনে রাখুন! এসব গুনাহের পরিণতি খুবই ভয়ানক হবে

    মনে রাখবেন! মদ পান করা” দ্বীন ও ঈমান, জান ও মাল এবং স্বাস্থ্য ও সমাজের জন্য অত্যন্ত ধ্বংসাত্মক, মদ সকল মন্দের মূল কেননা মদের নেশায় মানুষ কুদৃষ্টি, খারাপ কাজ ও