Book Name:Jhoot Ki Tabah Kariyan
নামাবে, না থাকলে তবে অন্য আত্মীয়রা, তারাও না থাকলে তবে পরহেযগার কাউকে নামাবে। (আলমগিরী, ১/১৬৬) * মহিলার লাশ নামানো থেকে শুরু করে কাঠের ছাউনি লাগানো পর্যন্ত কোন কাপড় দ্বারা ঢেকে রাখুন। * কবরে নামার সময় এই দোয়া পাঠ করুন: بِسْمِ اللهِ وَبِاللهِ وَعَلٰی مِلَّۃِ رَسُوْلِ الله۔ (তানভিরুল আবচার, ৩/১৬৬) * মৃতব্যক্তিকে ডান পার্শ্ব করে শোয়াবেন এবং তার মুখ কিবলার দিকে করে দিবেন আর কাফনের বাধন খুলে দিন, কেননা এর আর প্রয়োজন নেই, না খুললেও সমস্যা নেই। (আলমগিরী, ১/১৬৬। জাওয়াহেরা, ১৪০ পৃষ্ঠা) * কাফনের গিট্টু যিনি খুলবেন তিনি এই দোয়া পাঠ করুন: اَللّٰہُمَّ لَا تَحْرِمْنَا اَجْرَہٗ وَلَا تَفْتِنَّا بَعْدَہٗ অনুবাদ: হে আল্লাহ! আমাকে এর প্রতিদান থেকে বঞ্চিত করো না এবং আমাকে এর পরে ফিতনায় নিক্ষেপ করো না। (হাশিয়াতুত তাহতাভী আলা মারাকিউল ফালাহ, ২০৯ পৃষ্ঠা) * কবর কাঁচা ইট দ্বারা বন্ধ করুন, যদি মাটি নরম হয় তবে (কাঠের) তক্তা লাগানোও জায়িয।
(বাহারে শরীয়ত, ১/৮৪৪)
কাফন ও দাফনের মাদানী ফুল তারবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে, সুতরাং তা জানতে তারবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন।
(আফযালুস সালাওয়াতি আ’লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍوَّعَلٰى اٰلِهٖ وَسَلِّمْ