Book Name:Jhoot Ki Tabah Kariyan
মুত্তালিব رَضِیَ اللهُ عَنْہُ এর নিকট পৌঁছল। তখন তিনি رَضِیَ اللهُ عَنْہُ তাশরীফ আনলেন এবং ঐ সম্পদ একত্রিত করে যার (সম্পদ) ছিল, ঐ ব্যক্তিকে দিয়ে দিলেন আর সে তা নিয়ে চলে গেল। অতঃপর সে চোর পাগলের মত (দৌড়াতে এবং) চিৎকার করতে থাকত শেষ পর্যন্ত একটি পাহাড় থেকে নিচে পড়ে মারা গেল। আর জঙ্গলের জীব-জন্তু তাকে খেয়ে ফেলল। (আখবারু মক্কাতা লিল আযরাকী, ২/২৬ সংক্ষেপিত)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! চুরি করা, মিথ্যা শপথ করা এবং মিথ্যাবাদীর কিরূপ শিক্ষণীয় পরিনতি হলো। তাই আমাদেরও চুরি করা, মিথ্যা শপথ করা এবং বিশেষকরে মিথ্যার মতো নিকৃষ্ট গুনাহ থেকে বিরত থাকা উচিৎ।
দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হয়ে যান
প্রিয় ইসলামী ভাইয়েরা! সকল প্রকার গুনাহ বিশেষকরে মিথ্যা থেকে বাঁচার জন্য এবং সত্য বলায় অভ্যস্ত হওয়া জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সর্বদা সম্পৃক্ত হয়ে যান। মনে রাখবেন! তরমুজ একটি আরেকটিকে দেখেই রঙ ধরে, তেলকে গোলাপ ফুলের সাথে রেখে দেয়া হলে তবে এর সহচর্যে থাকার কারণে গোলাপি হয়ে যায়, অনুরূপভাবে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হয়ে আশিকানে রাসূলের সহচর্যে থাকা ব্যক্তিরা আল্লাহ পাক ও তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দয়ায় “অমূল্য রত্ন” হয়ে চমকাতে থাকে। যদি আমরাও মিথ্যা, গীবত, চুগলী, সিনেমা নাটক দেখা, দেখানো, গান বাজনা শুনা, শুনানোর মতো মন্দ স্বভাবকে পিছু ছাড়াতে চাই তবে আজই এই দ্বীনি পরিবেশে সম্পৃক্ত আমলীভাবে দাওয়াতে ইসলামীর দ্বীনি কাজে অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করতে থাকুন, আশিকানে রাসূলের মাদানী কাফেলায় সুন্নাতের প্রশিক্ষণের জন্য আল্লাহ পাকের পথে সফর করুন এবং সফলভাবে জীবন অতিবাহিত করা ও নিজের আখিরাতকে সজ্জিত করতে প্রতিদিন “পর্যবেক্ষণ” এর মাধ্যমে নেক আমল পুস্তিকা পূরণ করে যিম্মাদারকে প্রতি আরবী মাসের ১০ তারিখের অপেক্ষা না করে প্রথম তারিখেই জমা করিয়ে দেয়ার অভ্যাস গড়ে নিন। এর পাশাপাশি সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমা এবং মাদানী মুযাকারায় নিজেও অংশগ্রহণ করুন এবং অন্যকেও এর দাওয়াত দিতে থাকুন, দাওয়াতে ইসলামীর দর্শক নন্দিত ১০০ ভাগ ইসলামী চ্যানেল “মাদানী চ্যানেল” নিজেও দেখুন এবং অপরকেও দেখার উৎসাহ প্রদান করতে থাকুন। তাছাড়া যেলী হালকার ১২টি দ্বীনি কাজেও অংশগ্রহণ করার অভ্যাস গড়ুন। যদি এই দ্বীনি কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ এবং দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে স্থায়ীত্ব নসীব হয়ে যায় তবে আল্লাহ পাক এবং রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ভালবাসা আরো বেশি জাগ্রত হবে, সাহাবা ও আউলিয়াদের মুবারক ফয়েয অব্যাহত হয়ে যাবে, গুনাহের প্রতি মন বিতৃষ্ণা হবে এবং আখিরাতের চিন্তার পাশাপাশি সুন্নাত অনুযায়ী জীবন অতিবাহিত করারও মানসিকতা তৈরী হবে। اِنْ شَآءَ الله
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد