Jhoot Ki Tabah Kariyan

Book Name:Jhoot Ki Tabah Kariyan

        দূভার্গ্যজনকভাবে আজকাল এমন পরিস্থিতিতেও মিথ্যার আশ্রয় নেয়া হয়, যেখানে সত্য বলাতেও দুনিয়াবী কোন ক্ষতি নেই।

 

শিশুদের দিয়ে মিথ্যা বলানো

        এই অবস্থাগুলোর মধ্যে একটি হলো পিতামাতা তার অল্প বয়সী শিশুদের মিথ্যা বলা। সাধারণত দেখা যায় যে, পিতামাতা তার সন্তানদেরকে নিজের কথা মানানোর জন্য বিভিন্ন মিথ্যা বলে থাকে, যেমন; এদিকে আসো বাবা! এটি নিয়ে যাও, আবার চলে যেও, (অথচ কিছু দিবে না) বা ছোট শিশুদের প্রবোধ দিতে গিয়ে এভাবে বলা যে, বাবা, চুপ হয়ে যাও, আমি তোমাকে খেলনা কিনে দিবো (অথচ আসলে কিনে দেয়ার ইচ্ছা থাকেনা)। অনুরূপভাবে কথা না শুনলে তাদের ভয় দেখানোর জন্য মিথ্যা বলে দেয়। যেমন; তাড়াতাড়ি শুয়ে পরো, নয়তো বিড়াল বা কুকুর আসবে ইত্যাদি ইত্যাদি। মনে রাখবেন! এরূপ সকল প্রকার বাক্য মিথ্যার মধ্যে অন্তর্ভূক্ত এবং বক্তা যেমনিভাবে স্বয়ং মিথ্যার কারণে কঠিন গুনাহগার হচ্ছে, তেমনিভাবে এই ছোট্ট বাক্য শিশুদের চরিত্রেও গভীর প্রভাব পরবে, যার ফলে সে বাল্যকাল থেকেই সত্য শুনা ও সত্য বলা থেকে বঞ্চিত হয়ে মিথ্যা শুনা এবং মিথ্যা বলাতে অভ্যস্ত হয়ে যায়। এমন পরিবেশে লালিত পালিত হওয়া শিশু যখনই একটু বুঝতে শিখবে তখন কথায় কথায় মিথ্যা বলতে থাকবে, সুতরাং আমাদেরকে নিজের সন্তানদের সাথেও মিথ্যা না বলা উচিৎ।

        হযরত সায়্যিদুনা আব্দুল্লাহ বিন আমের رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদের বাড়িতে উপবিষ্ট ছিলেন। আমার মা আমাকে ডাকলেন যে, এসো! তোমাকে কিছু দিবো। রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে ইরশাদ করলেন: কি দেয়ার ইচ্ছা রয়েছে? তিনি আরয করলেন: তাকে খেজুর দিবো। ইরশাদ করলেন: যদি তুমি তাকে কিছু না দিতে তবে তা তোমার যিম্মায় মিথ্যা লিপিবদ্ধ হয়ে যেতো। (আবু দাউদ, ৪/৩৮৭, হাদীস ৪৯৯১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

        প্রিয় ইসলামী ভাইয়েরা! বর্ণনাকৃত হাদীসে পাক থেকে এই বিষয়টি স্পষ্টভাবে জানা গেলো যে, শিশুদের সাথেও মিথ্যা বলা শরীয়তে অনুমতি নেই, সুতরাং এই পর্যন্ত যে এরূপ করেছে তার দ্রুত তাওবা করে নেয়া উচিৎ এবং সর্বদা সত্য বলায় অভ্যস্ত হওয়া উচিৎ। নিজেও মিথ্যা বলা থেকে বাঁচুন এবং নিজের সন্তানদেরকেও এই মন্দ স্বভাব থেকে বাঁচানোর উপলক্ষ্য তৈরী করুন। তাই শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর ৪০ পৃষ্ঠা সম্বলিত মিথ্যুক চোর” পুস্তিকাটি নিজেও পড়ুন এবং আপনার সন্তানদেরকে এই পুস্তিকাটি পাঠ করার উৎসাহ প্রদান করুন। اِنْ شَآءَ الله মিথ্যা বলার অভ্যাস দূর হয়ে যাবে।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد