Book Name:Jhoot Ki Tabah Kariyan
জাহান্নামে প্রবেশ হয়ে যায়। আসুন! মিথ্যার ধ্বংসলীলা সম্বলিত তিনটি হাদীসে মুবারাকা শ্রবণ করি এবং শিক্ষা গ্রহণ করি।
মিথ্যা ধ্বংসলীলা সম্বলিত তিনটি হাদীসে মুবারাকা
১. ইরশাদ হচ্ছে: সত্য বলা নেকী এবং নেকী জান্নাতে নিয়ে যায় আর মিথ্যা বলা গুনাহ এবং গুনাহ দোযখে নিয়ে যায়।
(মুসলিম, কিতাবুল আদব, ১৪০৫ পৃষ্ঠা, হাদীস ২৬০৭)
২. ইরশাদ হচ্ছে: নিশ্চয় সত্যবাধীতা নেকীর দিকে নিয়ে যায় এবং নেকী জান্নাতের দিকে আর নিশ্চয় বান্দা সত্য বলতে থাকে এমনকি আল্লাহ পাকের নিকট সিদ্দিক অর্থাৎ অত্যধিক সত্যবাদী হয়ে যায়। আর মিথ্যা গুনাহের দিকে নিয়ে যায় এবং গুনাহ জাহান্নামের দিকে নিয়ে যায় আর নিশ্চয় বান্দা মিথ্যা বলতে থাকে, এমনকি আল্লাহ পাকের নিকট কাজ্জাব অর্থাৎ অত্যধিক মিথ্যাবাদী হয়ে যায়।
(বুখারী, কিতাবুল আদব, ৪/১২৫, নাম্বার ৬০৯৪)
৩. রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে এক ব্যক্তি উপস্থিত হয়ে আরয করলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! জাহান্নামে নিয়ে যাওয়ার মত কাজ কোনটি? ইরশাদ করলেন: মিথ্যা বলা, যখন বান্দা মিথ্যা বলে তখন গুনাহ করে এবং যখন গুনাহ করে তখন অকৃতজ্ঞতা প্রকাশ করে আর যখন অকৃজ্ঞতা প্রকাশ করে তখন জাহান্নামে প্রবেশ করে নেয়। (আল মুস্তাদরিক ইমাম আহমদ বিন হাম্বল, ২/৫৮৯, নম্বর- ৬৬৫২)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! মিথ্যা কিরূপ মারাত্মক রোগ। মানুষ সর্বদা মিথ্যা বলতে থাকার কারণে আল্লাহ পাকের নিকট অনেক বড় মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়। আমাদের মধ্যে কেউ কখনোই এরূপ চাইবে না যে, আমাদের নাম থানায় অপরাধীদের রেজিস্টারে লিপিবদ্ধ থাকুক এবং যদি এরূপ হয়ে যায় তবে আমাদের দিনে শান্তি এভং রাতের ঘুম ও প্রশান্তি নষ্ট হয়ে যাবে। চিন্তা করুন! যখন অপরাধীর তালিকায় নিজের নাম দেখতে কেউ পছন্দ করবে না তবে মহান প্রতিপালক আল্লাহ পাকের নিকট যদি কাউকে মিথ্যুকদের তালিকায় দিয়ে দেয় এবং সর্বদা মিথ্যা বলার কারণে তাকে কাজ্জাব অর্থাৎ অনেক বড় মিথ্যাবাদী লিপিবদ্ধ করে দেয়, একজন মুসলমানেরও তা পছন্দ হওয়া উচিৎ নয়। অনুরূপভাবে যদি কেউ জানে যে, অমুক রাস্তায় প্রতি কদমে কদমে বিপদ, এই পথে যাওয়াতে প্রাণ ও সম্পদের ক্ষতিও হতে পারে, তবে বুদ্ধিমান ব্যক্তি সর্বদা এই রাস্তা দিয়ে যাওয়া পরিহার করবে, কিন্তু আফসোস! আমাদের নিজের দুনিয়া উন্নত করার চিন্তা তো সর্বদা লেগে থাকে, কিন্তু আমরা নিজের আখিরাতকে উত্তম বানানোর চেষ্টা থেকে একেবারেই উদাসীন, আমরা জানি যে, মিথ্যা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া একটি বিপদজনক রাস্তা, কিন্তু আমরা সকল বিপদকে ভ্রুক্ষেপ করে দ্রুততার সহিত সেই রাস্তায় পরিচালিত হচ্ছি, আফসোস, শত কোটি আফসোস! এখন তো মিথ্যাবাদীরা (আল্লাহর পানাহ!) মিথ্যাকে মন্দই মনে করে না। দুনিয়ায় মিথ্যা বলে কিছু টাকার উপকার সাধন করা ব্যক্তিরা, মিথ্যা কৌতুকের মাধ্যমে অপরকে হাসানো ব্যক্তিরা, মিথ্যা স্বপ্নের কথা শুনিয়ে অপরের মনকে নাড়া প্রদানকারীরা, নিজের নামের সাথে মিথ্যা উপাধী লাগিয়ে