Jhoot Ki Tabah Kariyan

Book Name:Jhoot Ki Tabah Kariyan

নিকট আছে, কেউ তা ছিনিয়ে নেয়ার জন্য জিজ্ঞাসা করলো যে, আমানত কোথায়? সে অস্বীকার করতে পারবে যে, আমার নিকট কারো আমানত নেই। (দুররে মুখতার, ৯/৭০৫) (৩) অনুরূপভাবে দুজন মুসলমানের মাঝে বিবাদ রয়েছে এবং সে তাদের উভয়ের মাঝে সন্ধি করতে চায়, তবে একজনের সামনে এরূপ বললো যে, সে তোমার সম্পর্কে ভাল ধারনা রাখে, তোমার প্রশংসা করে বা সে তোমাকে সালাম দিয়েছে এবং আরেক জনের নিকটও এই ধরনের কথা বলে, যেনো উভয়ের শত্রুতা কমে যায় এবং সমজোতা হয়ে যায়। (৪) অনুরূপভাবে স্ত্রীকে খুশি করার জন্য কোন স্বভাব বিরুদ্ধ কথা বলে দেয়া (তবে এটাও মিথ্যা নয়)। (ফতোয়ায়ে আলমগিরী, ৫/৩৫২)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

নেক আমল নাম্বার ৩৮ এর উৎসাহ

        প্রিয় ইসলামী ভাইয়েরা! সত্য বলার অভ্যাস গড়তে, মিথ্যার পিছু ছাড়াতে, নিয়মিত নেক আমলের অনুসারী হতে এবং গুনাহ থেকে বাঁচার জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং যেলী হালকার ১২টি দ্বীনি কাজে অংশগ্রহন করুন, আশিকানে রাসূলের সাথে মাদানী কাফেলায় সফর এবং ৭২টি নেক আমল” এর উপর আমল করুন। শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত ৭২টি নেক আমলের মধ্যে ৩৮ নং নেক আমল হলো যে, “আপনি কি আজ মিথ্যা বলা, গীবত ও চুগলী করা/ শুনা থেকে বিরত ছিলেন?” এই নেক আমলের উপর আমল করার বরকতে আমরা মিথ্যা, গীবত এবং চুগলীর মতো বড় বড় গুনাহ থেকে বাঁচতে পারবো। অতএব ৭২টি নেক আমল” পুস্তিকা পূরণ করার অভ্যাস গড়ে নিন। এই ৭২টি নেক আমল” অসংখ্য নেক আমল করা এবং গুনাহ থেকে বাঁচার অনেক জবরদস্ত উপায়।

কাফন দাফন বিভাগ

        প্রিয় ইসলামী ভাইয়েরা! দাওয়াতে ইসলামীর বিভাগ সমূহের মধ্যে একটি বিভাগ হলো কাফন দাফন বিভাগ”, এই বিভাগের দায়িত্ব হলো শরীয়ত এবং মাদানী মারকাযের প্রদত্ত পদ্ধতি অনুসারে মুসলমান মৃতের গোসল ও কাফন এবং মৃতের পরিবারবর্গকে সমবেদনার সকল কাজ সম্পাদন করে সাওয়াব অর্জন করা। اَلْحَمْدُ لِلّٰه কাফন দাফন বিভাগের অধিনে মাঝে মাঝে, দেশে ও বিদেশে প্রশিক্ষণ ইজতিমারও আয়োজন করা হয়। اَلْحَمْدُ لِلّٰه কাফন দাফন বিভাগের অধিনে তৃতীয় দিবস, চেহলাম ও বাৎসরিকের সময় ইসালে সাওয়াব ইজতিমারও ব্যবস্থা করা হয়, এই সময়ে এই বিভাগের যিম্মাদারগণ কিছু পুস্তিকা কবরের প্রথম রাত, মৃত ব্যক্তির অনুশোচনা, মৃত ব্যক্তির অসহায়ত্ব, সম্রাটদের হাঁড়, ফাতিহার পদ্ধতি” ইত্যাদি বন্টন করে থাকেন।

 

কবর ও দাফনের মাদানী ফুল

        প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! কবর ও দাফনের ব্যাপারে কিছু মাদানী ফুল শ্রবন করার সৌভাগ্য অর্জন করি। * একটি কবরে একাধিক লাশ বিনা প্রয়োজনে দাফন করা জায়িয নেই আর প্রয়োজন হলে তবে করতে পারবে। (বাহারে শরীয়ত, ১/৮৪৬। আলমগিরী, ১/১৬৬) * লাশবাহী খাটিয়া কবরের কিবলার দিকে রাখা মুস্তাহাব, যাতে মৃত ব্যক্তিকে কিবলার দিক থেকে কবরে নামানো যায়। কবরের পায়ের দিকে রেখে মাথার দিকে আনবেন না। (বাহারে শরীয়ত, ১/৮৪৪) * প্রয়োজনে দুই বা তিন আর উত্তম হলো যে, শক্তিশালী এবং নেককার ব্যক্তিই কবরে নামা। মহিলার লাশ মুহরিমই