Book Name:Malakul Maut Ke Waqiaat

চকচকে এবং উজ্জ্বল। যখন কোনো অমুসলিমের প্রাণ কবজ করতে হয়, তখন হযরত মালাকুল-মওত عَلَیْہِ السَّلَام প্রথম রূপে আসেন, সেই সময় তাঁর মুখমণ্ডল থেকে আগুনের শিখা বের হতে থাকে, যখন কোনো পথভ্রষ্ট ও বদমাযহাবের রূহ কবজ করতে হয় তখন অত্যন্ত কালো রূপে তার কাছে আসেন , যখন কোনো গুনাহগারের রূহ কবজ করতে হয়, তখন খুবই কঠোর এবং অপ্রীতিকর রূপে আসেন এবং যখন তাওবাকারী (নেক লোকদের) রূহ কবজ করতে আসেন তখন নূরানী রূপে আসেন। (সালওয়াতুল আরেফীন, বাবু যিকরিল মওত,/২১২)

 

        প্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেলো হযরত মালাকুল মওত
عَلَیْہِ السَّلَام সকলের রূহ একই ভাবে কবজ করেন না, বরং ব্যক্তিভেদে উপায় ভিন্ন হয়। নেককার লোকদের কাছে আসার ধরন ভিন্ন হয়, গুনাহ্গারদের কাছে আসার ধরন ভিন্ন হয়, আর যখন কোনো অমুসলিমদের প্রাণ কবজ করতে হয়, তখন অত্যন্ত ভয়ংকর রূপে করা হয়। হায় ! যখন আমাদের রূহ বিদায়ের সময় আসে, তখন যেন আল্লাহর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم 'র দীদার নসীব হয়ে যায়। এমন হলে اِنْ شَآءَ الله রূহ বের হওয়া সহজ হবে, নইলে যদি গুনাহের শাস্তি দেওয়া হয় এবং আমাদের দিন রাত পাপের কারণে হযরত মালাকুল-মওত عَلَیْہِ السَّلَام ভয়ানক রূপে রূহ বের করতে আসেন, তবে বিশ্বাস করুন। ব্যাপারটি খুবই কঠিন হয়ে যাবে, সায়্যিদি আ'লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: (অন্তিম মুহূর্তে হযরত মালাকুল-মওত عَلَیْہِ السَّلَام যদি ভয়ানক রূপ ধারণ করেন, তখন) মালাকুল-মওত عَلَیْہِ السَّلَام কে দেখা হাজার তরবারির আঘাতের চেয়েও বেশি কষ্টদায়ক। اَلْاَمان والحفیظ!

 

সাকারাতের কঠিনযন্ত্রনাদায়ক মুহূর্ত

        প্রিয় ইসলামী ভাইয়েরা! ব্যাপারটা আসলেই সত্য, সাকারাতের সময় একদিকে তো হাজারো যন্ত্রণা; পৃথিবী ছেড়ে চলে যাওয়ার বেদনা, বাবা-মা, ভাইবোন, প্রিয় আত্মীয়দের কাছ থেকে বিচ্ছেদের কষ্ট, ভবিষ্যতের জন্য দেখা স্বপ্ন অপূর্ণ রেখে যাওয়ার যন্ত্রণা, অতীতের পাপের জন্য লজ্জিত হওয়ার বেদনা, রকম অসংখ্য যন্ত্রণা মানুষকে ঘিরে রাখে। এর সাথে যদি আল্লাহ না করুক পাপের শাস্তিও দেওয়া হয়, হযরত মালাকুল-মওত عَلَیْہِ السَّلَام ভয়ংকর রূপ ধারণ করেন, তাহলে ভাবুন! এই সময় আমাদের কি হবে...? হযরত মালাকুল মওত عَلَیْہِ السَّلَام র সম্মুখস্থ কিভাবে হবো? 

        কিন্তু হায়! ব্যাপারটা এখানেই শেষ নয়, এর পাশাপাশি রয়েছে সাকারাতের যন্ত্রণা। হযরত ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: প্রিয় নবীصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  মৃত্যুর যন্ত্রণা ও গলায়