Book Name:Malakul Maut Ke Waqiaat

তদ্রূপ اَلْحَمْدُ لِلّٰه এর একটি অনন্য বিভাগ " পবিত্র কাগজাদি সংরক্ষণ বিভাগ" এই বিভাগের মূল উদ্দেশ্য হলো পবিত্র কাগজাদি সংরক্ষণ করা এবং অবমাননা ও বেয়াদবি থেকে মানুষকে রক্ষা করা। এই মহান চেতনার প্রেক্ষিতে পবিত্র কাগজাদি সংরক্ষণ বিভাগের ইসলামী ভাইয়েরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের (যেমন, আলেম, ইমাম, মসজিদ কমিটি, ব্যবসায়ী, দোকানদার ইত্যাদি) সহযোগিতায় পবিত্র গ্রন্থ সংরক্ষণের জন্য বিভিন্ন স্থানে বক্স বা  বস্তা ইত্যাদির ব্যবস্থা করা এবং বিভাগ কর্তৃক প্রদত্ত শরয়ী ও সাংগঠনিক নীতিমালা অনুযায়ী দাফন ও শীতল বা সংরক্ষণের পূর্ণ ব্যবস্থা করা।

 

        اَلْحَمْدُ لِلّٰه! এই বিভাগের অধীনে, মুর্শিদের দেশে ১৫০ টিরও বেশি শহরে কমবেশি ২৭০০০ বাক্স স্থাপন করা হয়েছে এবং এ পর্যন্ত ২ লক্ষের বেশি থলে সংরক্ষণ করা হয়েছে।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

আত্মীয়তার বন্ধন সম্পর্কিত মাদানী ফুল

        প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ানের শেষে আসুন আত্মীয়তার বন্ধন সম্পর্কিত কয়েকটি মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। প্রথমে দু'টি প্রিয় নবী  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বাণী লক্ষ্য করুন: (১) প্রতিটি সদাচরণ সদকা সেটা গরিবের সাথে হোক বা ধনীর সাথে হোক। (আয-যাওয়াজির, কিতাবুল-যাকাত , /৩৩১, সংখ্যা: ৪৭৫৪) (২)  যে ব্যক্তি তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করেছে তাকে স্বাগতম কারণ আল্লাহ তার আয়ু বাড়িয়ে দিয়েছেন। (মুস্তাদরাক, কিতাবুল-বির ওয়াস-সিলা, /২১৩, হাদীস: ৭৩৩৯) * আত্মীয়তার বন্ধন বজায় রাখা ওয়াজিব এবং তা ছিন্ন করা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। (বাহারে শরীয়ত /৫৫৮) * আত্মীয়-স্বজনের প্রতি সদ্ব্যবহারের নাম এই নয় যে, সে ভালো আচরণ করলে তুমিও তাই করবে, মূলত এই জিনিসটি হল দেওয়া নেওয়া যে, সে তোমার কাছে কোন কিছু পাঠালো, বিনিময়ে তুমিও তার কাছে কিছু পাঠালে, সে তোমার কাছে আসলো বিনিময়ে তুমিও তার কাছে গেলে। মূলত আত্মীয়তার বন্ধন হলো, সে ছিন্ন করলে তুমি বজায় রাখবে, সে তোমার কাছ থেকে বিচ্ছেদ করতে চাইলে তুমি তার সাথে সম্পর্কের অধিকারের প্রতি যত্নশীল বে। (রুদ্দুল-মুহতার /৬৭৮)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

ঘোষণা

        আত্মীয়তার বন্ধন সম্পর্কিত অবশিষ্ট মাদানী ফুল শেখা শেখানোর হালকায় বয়ান করা হবে। তাই সেগুলো জানতে শেখা শেখানোর হালকা অবশ্যই অংশগ্রহণ করুন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد