Book Name:Malakul Maut Ke Waqiaat

        আল্লামা কুরতুবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: হযরত আজরাইল (অর্থাৎ মালাকুল-মওত عَلَیْہِ السَّلَام) এতই বিশাল আকৃতির যে, তাঁর মাথা আকাশে এবং পা মাটিতে রয়েছে * তাঁর অনেকগুলো সাহায্যকারী ফেরেশতাও রয়েছেন যাদের সংখ্যা আল্লাহ পাকই ভালো জানেন * বর্ণিত আছে:  অন্যান্য ফেরেশতাদের উপর তাঁর আধিপত্য বিস্তার করছে, এমনকি আরশ বহনকারী ফেরেশতারা যখন তাঁকে দেখেন তখন তাঁরা ভীত হয়ে যান। (তাযকিরাতু লিল কুরতবী, অধ্যায়: ১, ১৯ পৃষ্ঠা) হযরত মালাকুল-মওত عَلَیْہِ السَّلَام র বয়স অনেক দীর্ঘ, হযরত মুহাম্মদ বিন কা'ব কুরযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: সবশেষে (অর্থাৎ যখন জমিন ও আসমানের সকল প্রাণী, এমনকি হযরত জিব্রাইল ও মিকাইল এবং আরশ বহনকারী ফেরেশতাগণও) মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তখন) হযরত মালাকুল-মওত عَلَیْہِ السَّلَام 'র ও মৃত্যু আসবে, আল্লাহ পাক তাকে বলবেন: হে মৃত্যুর ফেরেশতা! তুমিও মারা যাও। একথা শুনে হযরত মালাকুল মওত عَلَیْہِ السَّلَام একটি জোরালো চিৎকার করবেন এবং মারা যাবেন। (কিতাবুল আহওয়াল,: ৯২ পৃষ্ঠা, হাদীস: ৫৮)

 

মালাকুল মওত عَلَیْہِ السَّلَامর ক্ষমতা

        প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক হযরত মালাকুল-মওত
عَلَیْہِ السَّلَام কে অপার ক্ষমতা দান করেছেন। বর্ণিত আছে: একদা আল্লাহর নবী হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام হযরত মালাকুল মওত  عَلَیْہِ السَّلَام কে জিজ্ঞেস করলেন: হে হযরত মালাকুল মওত عَلَیْہِ السَّلَام! পৃথিবীতে যদি মহামারী হয়, মানুষ দলবেঁধে মারা যায়, এই অবস্থায় একজন লোক পশ্চিমে থাকে, একজন পূর্বে থাকে, আপনি সেই সময়ে কী করবেন (অর্থাৎ আপনি কীভাবে তাদের উভয়ের রূহ একসাথে কবজ করবেন?) হযরত হযরত মালাকুল-মওত عَلَیْہِ السَّلَام বললেন: আমি আল্লাহর আদেশে রূহ গুলোকে ডাকি, তখন তারা আমার দু'টি আঙ্গুলের মধ্যে চলে আসে। (ইহয়াউল-উলুম, কিতাবু যিকরিল মওত, / ৫৬৫) একবার হযরত ইয়াকুব عَلَیْہِ السَّلَام  হযরত মালাকুল মওত عَلَیْہِ السَّلَام কে জিজ্ঞেস করলেন: আপনিই কি প্রতিটি জীবের প্রাণ কবজ করেন? বললেন: জ্বী হ্যাঁ। তিনি বললেন: আপনি তো এখন আমার কাছে আছেন  অথচ সারা বিশ্বে মানুষ ছড়িয়ে আছে? তিনি বললেন: আল্লাহ পাক পৃথিবীকে আমার নিয়ন্ত্রণে করে  দিয়েছেন, এটি আমার জন্য এমন যেমন আপনার সামনে রাখা একটি থালা আপনি তা থেকে যা চান তা তুলে নেন। তদ্রূপ আমি দুনিয়াতে যেখান থেকে যার প্রাণ বের করতে চাই, তা বের করে নিই।

(মাওসুআ'ইবনে আবিদ দুনিয়া, কিতাবুল যিকরিল মওত,: ৫/ ৪৬৯, হাদীস: ২৪৬)