Book Name:Malakul Maut Ke Waqiaat

 

        আল্লাহ পাক আমাদের সবাইকে সাকারাতে, কবরে,হাশরে সহজতা নসীব করুন। হায়! প্রিয় নবী মাদানী মোস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم র ওসিলায় বিনা হিসাবে জান্নাতে প্রবেশ নসীব করুন।

اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

৩০নং নেক আমলের প্রতি উৎসাহ প্রদান

        প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ফিতনার যুগে আশিকানে-রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী উম্মতের সংশোধনে মহান চেষ্টায় মুসলমানদের ভালোবাসার সুধা পান করাতে ও তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বিকাশে নিয়োজিত রয়েছে। তাই আপনিও দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। আর আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ র প্রদান কৃত নেক আমলের প্রতি নিয়মিত আমল করার চেষ্টা করুন, সেই নেক আমল গুলোর মধ্যে আমীর আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আমাদেরকে সালাম প্রচারের জন্য ৩০ নং নেক আমল দিয়েছেন। সেই নেক আমলটি হলো: আপনি কি ঘর, অফিস, বাস, ট্রেন ইত্যাদিতে যাতায়াতের সময় এবং গলি অতিক্রম করার সময় রাস্তা দাঁড়ানো বা বসে থাকা মুসলমানদের সালাম দিয়েছেন?

 

        সালামের সুন্নাত পালনকারীর জন্য রয়েছে অনেক ফযীলত ও সুসংবাদ। এই সুন্নাত পালনকারীর ফযীলত সম্পর্কে তিনটি প্রিয় নবীর বাণী লক্ষ্য করুন: (১) যখন দু'জন মুসলমান পুরুষ মিলিত হয় এবং তাদের মধ্যে একজন তার বন্ধুকে সালাম দেয়, তখন তাদের মধ্যে আল্লাহ পাকের নিকট অধিক পছন্দনীয় সেই হয়, যে তার বন্ধুর সাথে অধিক প্রফুল্লতার সাথে সাক্ষাৎ করে। অতঃপর যখন তারা মুসাফাহা করে তখন তাদের উপর ১০০টি রহমত বর্ষিত হয়, যার মধ্যে ৯০টি সালামে অগ্রগামীর জন্য এবং ১০টি রহমত তার জন্য যার সাথে মুসাফাহা করা হয়। (মুসনাদে বাযযার, /৪৩৭, হাদীস: ৩০৮) (২) পূর্বে সালাম প্রদানকারী ব্যক্তি অহংকার থেকে মুক্ত। (শুয়াবুল ঈমান, ৪৩৩/৬, হাদীস: ৮৭৮৬) (৩) মানুষের মধ্যে আল্লাহ পাকেঅধিক নিকটবর্তী ব্যক্তি সেই, যে তাদের মধ্যে প্রথমে সালাম প্রদান করে (আবু দাউদ, /৪৪৯, হাদীস: ৫১৯৭)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

পবিত্র কাগজাদি সংরক্ষণ বিভাগ

        প্রিয় ইসলামী ভাইয়েরা! দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে শিষ্টাচারের শুধু শিক্ষাই দেওয়া হয় না, বরং এর জন্য বাস্তবমুখী প্রচেষ্টাও করা হয়, যার অনুমান এই থেকে করা যায় যে, দাওয়াতে ইসলামী যেখানে সুন্নাতের খেদমতের ৮০টিরও বেশি বিভাগে দ্বীনি কাজে নিয়োজিত,