Book Name:Malakul Maut Ke Waqiaat

        উলামায়ে কেরামগণ উক্ত আয়াতের একটি অর্থ এটিও বর্ণনা করেন যে, আল্লাহ পাক জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য যে, তোমাদের মধ্যে কে মৃত্যুকে স্মরণ করে এবং এর জন্য অধিক প্রস্তুতি নেয়। (শুয়াবুল ঈমান, / ৪০৮)

 

মৃত্যুর প্রস্তুতি নাও!

        সাহাবীয়ে রাসূল হযরত তারিক মুহারিবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহর শেষ নবী রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে উপদেশ দিয়ে বললেন:

یَا طَارِقُ اِسْتَعِدَّ لِلْمَوْتِ قَبْلَ الْمَوْتِ  অর্থাৎ হে তারিক! মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য  প্রস্তুতি নাও ...!!  (মুজামে-কবীর, /৩৯১, হাদীস: ৮০৯৯)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

প্রত্যাবর্তনের দিনকে ভয় করো...!!

        পারা: ৩, সূরা: বাকারা, ২৮১নং আয়াতে মহান আল্লাহ পাক বলেন:

وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ

(পারা: ৩, সূরা: বাকারা, আয়াত: ২৮১)                   কানযুল ঈমান থেকে অনুবাদ: আর ভয় করো সেদিনকে যেদিন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে।

 

        একটি বর্ণনা অনুসারে এ আয়াতের অর্থ হলো: হে ঈমানদারগণ! সেদিনকে ভয় কর যেদিন তোমরা এই দুনিয়া ছেড়ে আখিরাতের উদ্দেশ্যে সফর করবে।

(তাফসীরে সিরাতুল-জিনান, পরা: ৩, সূরা: বাকারা, আয়াত: ২৮১ নং আয়াতের পাদটীকা, /৪১৯)  

 

        হায়! যেদিন মালাকুল-মওত عَلَیْہِ السَّلَام আসবে, সেদিন দেহ থেকে রূহ বের করা হবে, মসজিদে ঘোষণা করা হবে: আল্লাহর হুকুমে অমুক ইন্তেকাল করেছে। হায়! অতঃপর অচিরেই গোসল  দাতাকে ডাকা হবে, গোসল দেয়া হবে এবং কাফন পরানো হবে, অতঃপর!! চোখের পলকেই আমাদের অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে। হে ঈমানদারগণ! সেই দিনকে ভয় কর....!

 

হযরত মালাকুল-মওত عَلَیْہِ السَّلَام বাইকে দেখেন

        প্রিয় ইসলামী ভাইয়েরা! রূহ কবজ করা হযরত মালাকুল-মওত
عَلَیْہِ السَّلَام এর দায়িত্ব, তিনি তাঁর এই দায়িত্বে বিন্দু পরিমাণ অলসতাও করেন না। ইমাম জালালুদ্দীন সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: হযরত মালাকুল মওত عَلَیْہِ السَّلَام প্রতিদিন প্রতিটি ঘরে ৫