Book Name:Malakul Maut Ke Waqiaat

          হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

অভিশপ্ত শয়তানের মৃত্যু

        হযরত আহনাফ ইবনে কায়েস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একদা আমি মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আযম رَضِیَ اللهُ عَنْہُ 'র সঙ্গে সাক্ষাৎ করার জন্য মদীনায় উপস্থিত হলাম, আমি সেখানে দেখলাম লোকেরা দলবদ্ধ হয়ে বসে আছে এবং হযরত কা'বুল আহবার رَضِیَ اللهُ عَنْہُ দরস দিচ্ছেন। তখন হযরত কা'বুল আহবার رَضِیَ اللهُ عَنْہُ এ ঘটনা বর্ণনা করেন, তিনি বলেন: যখন হযরত আদম عَلَیْہِ السَّلَام জীবনের অন্তিম মুহূর্তে উপনীত হলেন, তখন হযরত মালাকুল মওত عَلَیْہِ السَّلَام তাঁর কাছে উপস্থিত হলেন। তখন হযরত আদম عَلَیْہِ السَّلَام আল্লাহর নিকট আর করলেন: হে আল্লাহ! শয়তান আমার শত্রু, তুমি তাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দিয়েছো, যখন সে আমাকে মৃত্যুবরণ করতে দেখবে তখন সে হাসবে। মহান আল্লাহ বললেন: হে আদম! আপনি জান্নাতে প্রবেশ করবেন এবং আপনার শত্রু শয়তানকে এই পৃথিবীতে কিছু সময়ের জন্য থাকতে হবে, যখন তার সময় শেষ হবে, তখন সে পূর্ববর্তী ও পরবর্তীদের যন্ত্রণার সমান মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে। এবার হযরত আদম عَلَیْہِ السَّلَام মালকুল মওত عَلَیْہِ السَّلَام কে জিজ্ঞেসা করলেন: আমাকে  বলুন! শয়তানের মৃত্যু কিভাবে হবে? হযরত মালকুল-মওত عَلَیْہِ السَّلَام যখন তাঁকে অভিশপ্ত  শয়তানের মৃত্যুর কথা বললেন, তখন তিনি বললেন: رَبِّ حَسْبِی حَسْبِی অর্থাৎ হে পরম করুণাময় আল্লাহ! এটাই আমার জন্য যথেষ্ট, আমি এর উপর সন্তুষ্ট। 

 

        (হযরত কা'বুল আহবার عَلَیْہِ السَّلَام একথা বলে চুপ হয়ে গেলেন) কিন্তু উপস্থিত লোকদের উপর  ভয় বিরাজ করছিল, কেউ জিজ্ঞেস করল: হে কা'বুল আহবার رَضِیَ اللهُ عَنْہُ! আল্লাহ আপনার প্রতি রহম করুন, শয়তানের মৃত্যু কিভাবে হবে? হযরত কা'বুল আহবার رَضِیَ اللهُ عَنْہُ প্রথমে বলতে অস্বীকৃতি জানালেন, তারপর বললেন: যখন দুনিয়া সমাপ্তির নিকটবর্তী হবে, শিঙ্গায় ফুঁকের সময় খুবই কাছাকাছি হবে। তখন মানুষ বাজারে থাকবে, কেউ পরস্পরের মাঝে কথাবার্তায় মগ্ন