Book Name:Malakul Maut Ke Waqiaat

        اللهُ اللهُ! প্রিয় ইসলামী ভাইয়েরা! মালাকুল-মওত عَلَیْہِ السَّلَام হাযির এবং নাযির, অর্থাৎ তিনি যেখানেই থাকেন না কেন, সমগ্র পৃথিবীকে সর্বদা নিজের সামনে দেখতে পান। এ থেকে অনুমান করুন যে, একজন ফেরেশতার ক্ষমতা যখন এমন, তখন ফেরেশতাদের মুনিব, আল্লাহর প্রিয় মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মহিমা ও মর্যাদা কীরূপ হবে?   

 

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمসাথে মালাকুল মওতের সাক্ষাৎ

        হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেছেন: যখন মে'রাজ রজনীতে মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  আসমানে ভ্রমণ করছিলেন। তখন তিনি চতুর্থ  আসমানে একজন ফেরেশতাকে বসে থাকতে দেখলেন, তার সামনে একটি বড় বোর্ড রাখা ছিল, তার কাছেই একটি বড় বৃক্ষ ছিলো, যার শাখা গুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত রয়েছে, সেই ফেরেশতা সেই গাছটির দিকে মনোযোগ সহকারে তাকিয়ে ছিলেন। প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত  জিব্রাইল আমীন عَلَیْہِ السَّلَام কে বললেন: এই ফেরেশতা কে? ইয়া রাসূলাল্লাহ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم লো স্বাদ বিনাশকারী, বন্ধুদের বিচ্ছেদকারী, নারীদের বিধবাতাকারী এবং যে শিশুদের ইয়াতিম বানায়, উঁচু প্রাসাদকে জনশূন্য ও কবরস্থানকে জনবসতিতে পরিবর্তনকারী অর্থাৎ হযরত আজরাইল عَلَیْہِ السَّلَام

        অতঃপর হযরত জিব্রাইল আমীন عَلَیْہِ السَّلَام হযরত মালাকুল-মওত عَلَیْہِ السَّلَام  কে বললেন, হে আজরাইল عَلَیْہِ السَّلَام তিনি পূর্বাপর সকলের সর্দার, প্রিয় নবী, হযরত মুহাম্মদ মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একথা শুনে হযরত মালাকুল মওত عَلَیْہِ السَّلَام উঠে গেলেন এবং হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে সালাম করলেন এবং রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাথে আলিঙ্গন করার সৌভাগ্য লাভ করলেন এবং প্রবল ভালোবাসায় তাঁর কপাল মুবারকে চুম্বন করে তাঁর কাছে বসার অনুরোধ করলেন। অতঃপর তিনি বললেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনি কি চান? (অর্থাৎ আমার জন্য কোন আদেশ?) প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন, আপনার সামনে যে বোর্ড রাখা আছে এটা কি? তিনি বললেন: আল্লাহ পাক সকল প্রাণীর রূহ আমার নিয়ন্ত্রনে করে দিয়েছেন, এই বোর্ডের মধ্যে সমস্ত কিছুর বিবরণ লেখা রয়েছে, এর মাধ্যমে আমি তাদের হিসাব রাখি।

 

        প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জিজ্ঞেসা করলেন: এই বড় গাছটি কী? তিনি বললেন: এই গাছের পাতা গুলো জীবের সমপরিমাণ এমন কোন মানুষ নেই যার নামের পাতা এই গাছে