Faizan e Rabi ul Awwal

Book Name:Faizan e Rabi ul Awwal

(পারা ২৬, সূরা ফাতাহ, আয়াত )                   কানযুল ঈমান থেকে অনুবাদ: আর রাসূলের আদব সম্মান করো

 

          তাফসীরে সীরাতুল জিনানে এই আয়াতের আলোকে রয়েছে: জানা গেলো! আল্লাহ পাকের দরবারে প্রিয় নবী হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  ‘ আদব সম্মান অত্যন্ত  প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখানে আল্লাহ পাক তার তাসবীহ (পবিত্রতা) এর উপর তাঁর প্রিয় হাবীব, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  ’ আদব সম্মানকে প্রাধান্য দিয়েছেনযে ঈমান আনয়নের পর প্রিয় নবী  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   কে সম্মান করে, তার সফলতা উদ্দেশ্য পূরণ হওয়ার ঘোষণা করে আল্লাহ পাক ইরশাদ করেন:

فَالَّذِیْنَ اٰمَنُوْا بِہٖ وَعَزَّرُوْہُ وَ نَصَرُوْہُ  وَ اتَّبَعُوا النُّوْرَ الَّذِیْۤ اُنْزِلَ مَعَہٗۤ ۙ اُولٰٓئِکَ  ھُمُ  الْمُفْلِحُوْنَ (۱۵۷)

(পারা , সূরা আরাফ, আয়াত ১৫৭)             কানযুল ঈমান থেকে অনুবাদ: সুতরাং ঐসব লোক, যারা তাঁর উপর ঈমান এনেছে, তাঁকে সম্মান করেছে, তাঁকে সাহায্য করেছে এবং নূরের অনুসরন করেছে, যা তাঁর সাথে অবতীর্ণ হয়েছে, তারাই সফলকাম হয়েছে

(তাফসীরে সিরাতুল জিনান, /৩৪৭)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          হে আশিকানে মাহে মিলাদ! আমরা রবিউল আউয়ালের ফযীলত এর বরকত সম্পর্কে শুনছিলামরবিউল আউয়ালের মহত্ব সম্পর্কে কি বলবো! সে জগতের সবচেয়ে বেশি মহত্ব শান সমৃদ্ধ মনিষী অর্থাৎ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে বিশেষ ভাবে সম্পর্কিতএই সম্পর্কই এই মাসের শান মহত্বকে  আরো বৃদ্ধি করে দিয়েছে, আর এই বারোতম রাতকে নূরানী বানিয়ে দিয়েছে, কেননা এই মাসে আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমত আমরা গুনাহগারদের নসীব হয়েছে আর আপন মাহবুব আমাদের দান করেছেন, সুতরাং আমাদের উচিৎ যে, এই রহমত অর্জনের কারণে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা, তাঁর রহমতের জন্য খুশি উদযাপন করা, কেননা রহমত অর্জনে খুশি উদযাপন করার নির্দেশ আল্লাহ পাক স্বয়ং নিজে দিয়েছেন, যেমনটি

          ১১তম পারা সূরা ইউনুসের ৫৮ নং আয়াতে ইরশাদ হচ্ছে:

قُلْ بِفَضْلِ اللّٰہِ و بِرَحْمَتِہٖ فَبِذٰلِکَ فَلْیَفْرَحُوْا ؕ ھُوَ  خَیْرٌ  مِّمَّا  یَجْمَعُوْنَ (۵۸)

(পারা ১১, সূরা ইউনুস, আয়াত ৫৮)                 কানযুল ঈমান থেকে অনুবাদ: আপনি বলুন, ‘আল্লাহরই অনুগ্রহ তাঁরই দয়া, সেটারই উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিততা তাদের সমস্ত ধন-দৌলত অপেক্ষা শ্রেয়

 

          প্রসিদ্ধ মুফাসসীরে কুরআন হযরত মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতে মুবারকার আলোকে বলেন: হে মাহবুব! মানুষকে এই সুসংবাদ দিয়ে এই নির্দেশও দিন যে, আল্লাহ পাকের দয়া এবং তাঁর রহমত অর্জনে ব্যাপক খুশি উদযাপন করোসাধারণ খুশি তো সর্বদা উদযাপন করো এবং বিশেষ খুশি তারিখে যখন এই নেয়ামত এসেছে অর্থাৎ রমযানে