Sakhawat e Mustafa

Book Name:Sakhawat e Mustafa

পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য সালাম মুসাফাহা করাও উপকারী হাদীসে মুবারকায় রয়েছে: মুসাফাহা করো, ক্ষোভ দূরীভূত হবে এবং উপহার দাও, ভালোবাসা বাড়বে আর ঘৃণা দূর হবে

(মুয়াত্তা ইমাম মালেক, কিতাব হুসনুল খুলক, নং: ১৭৩১, /৪০৭)

 

দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান!

          প্রিয় ইসলামী ভাইয়েরা! যদি আপনারা দান-সদকা করার অভ্যাস গড়তে চান তবে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, اِنْ شَآءَ الله সেটার বরকতে কৃপণতার রোগের সাথে সাথে অন্যান্য মন্দ বিষয়াদি থেকেও মুক্তি নসিব হবে এবং নেককার হওয়ার স্পৃহা নসিব হবে আমরা আমাদের আক্বা মাওলা নবীয়ে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দানশীলতার আলোচনা শুনেছি আমাদেরও উচিত যে, মন খুলে আল্লাহর রাস্তায় ব্যয় করা আপনার অনুদান দাওয়াতে ইসলামীকে দিন! আপনার চাঁদা অর্থাৎ ডোনেশন যেকোন জায়িয, দ্বীনি, সংশোধনমূলক, কল্যাণকর, রুহানী, মঙ্গলকামী ও ভালো কাজে ব্যবহার করা হতে পারে

 

যিকির ও দরুদের মাদানী ফুল

          প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান সমাপ্ত করার পূর্বে আসুন! যিকির ও দরুদ সম্পর্কিত কিছু মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করিপ্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ২টি  বাণী শ্রবণ করুন: (১): তিনি বলেন: আপন প্রতিপালকের যিকিরকারী আর যে যিকির করে না তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতের ন্যায়(বুখারী, কিতাবুদ দাওয়াত, ৪/২২০ পৃ:, হাদীস: ৬৪০৭)
(২) তিনি বলেন: কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে দুনিয়াতে (থাকা অবস্থায়) আমার উপর বেশি পরিমাণে দরুদ পাঠ করেছে। (তিরমিযী, ২/২৭ পৃ:, হাদীস: ৪৮৪) * আল্লাহ পাকের যিকির সর্বদাই রুহের খোরাক। * অনেক আউলিয়া তিন বছর পর্যন্ত পানি পান করেননি কিন্তু জীবিত রইলেন কিভাবে আল্লাহ পাকের যিকিরের বরকতে। (মিরআতুল মানাজীহ, ৭/৩২০ পৃ:) * অধিকহারে আল্লাহ পাকের যিকির করো, আল্লাহ পাকের বিশেষ বান্দা হয়ে যাবে। (আ’রাবী কে সোওয়ালাত অর আরবী আক্বা কে জুওয়াবাত, ৩ পৃ:) * হযরত সুলায়মান عَلَیْہِ السَّلَام বলেন: মোরগ বলে: اُذْکُرُوا اللهَ یَا غَافِلِیْن অর্থাৎ হে উদাসীনরা! আল্লাহ পাকের যিকির করো। (ফয়যুল কদীর, ১/৪৮৮ পৃ:, আয়াতের পাদটিকা: ৬৯৫) (প্রাগুক্ত ৩৯ পৃ:) * দরুদে পাক এমন আমল যেটা স্বয়ং আল্লাহ পাকও করে থাকেন। (গুলদস্তায়ে দরূদ ও সালাম, ১৭ পৃ:) * যদি কোন কাজ এমন থাকে যা আল্লাহ পাকও করেন, ফেরেশতারাও করে আর মুসলমানদেরকেও সেটার হুকুম দেয়া হয়েছে সেটা হলো রাসূলে করীম
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর দরুদ প্রেরণ করা। (গুলদস্তায়ে দরুদ ও সালাম, ২০ পৃ:)
* আল্লাহ পাকের দরুদ মানে হলো রহমত নাযিল হওয়া, আর ফেরেশতাদের এবং আমাদের দরুদের মানে হলো রহমতের দোয়া

(গুলদস্তায়ে দরুদ ও সালাম, ২১ পৃ:)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد