Sakhawat e Mustafa

Book Name:Sakhawat e Mustafa

আর আল্লাহ পাক ক্ষমা করার কারণে বান্দার সম্মান বৃদ্ধি পেয়ে থাকে আর যে আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে বিনয়ী হয়, আল্লাহ পাক তাকে উচ্চ মর্যাদা দান করেন।

(মুসলিম, কিতাবুল বির ওয়াস সিলা ওয়াল আদাব, ১০০২ পৃ:, হাদীস: ২৫৮৮)

 

সম্পদ সঞ্চয় করা অপছন্দ করলেন:

          প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কি মহিমা যে, নিজের কাছে সম্পদ রাখাটাও পছন্দ করতেন না বরং তৎক্ষণাৎ সদকা করে দিতেন, সুতরাং একবারের একটি ঘটনা, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আসরের নামায পড়ালেন আর সালাম ফিরানোর সাথে সাথেই হুজরা শরীফে চলে গেলেন, অতঃপর খুব দ্রুত ফিরে আসলেনসাহাবায়ে কেরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ অবাক হলেন! তিনি বললেন নামাযের মধ্যে আমার মনে পড়লো যে, সদকার কিছু স্বর্ণ ঘরে পড়ে রয়েছে, আমার অপছন্দ হলো যে, রাত হয়ে যাক আর সেগুলো ঘরে পড়ে থাকুক, এজন্য গিয়ে সেগুলো বন্টন করার জন্য বলে আসলাম(বুখারী, কিতাবুল আমল ফিস সালাত, ৪১১ পৃ:, হাদীস: ১২২১)

 

          হযরত আবু যর رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একদিন আমি নবী করীম
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে ছিলাম, যখন তিনি উহুদ পাহাড় দেখলেন তখন বললেন: যদি এই পাহাড় আমার জন্য স্বর্ণ হয়ে যায় তবে আমি সেটা অপছন্দ করবো যে, তা থেকে এক দিনারও আমার কাছে ৩দিনের চেয়ে বেশি থাকুক, তবে সেগুলো ব্যতীত যা আমি কর্জ পরিশোধ করার জন্য রেখেছি। (বুখারী, কিতাবুন ফিল ইসতিক্বরায, ২/১০৫ পৃ:, হাদীস: ২৩৮৮)

 

সর্বশ্রেষ্ঠ উদার

          শাহেন শাহে নবুয়ত, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দানশীলতার শান বলতে গিয়ে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন: রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মানুষের মধ্যে সবচেয়ে বেশি উদার এবং তাঁর উদারতার সমুদ্রে সবচেয়ে বেশি জোয়ার তখন উঠতো, যখন রমযানে  জিব্রাইল عَلَیْہِ السَّلَام তাঁর সাথে সাক্ষাতের জন্য উপস্থিত হতেন, জিব্রাইল আমীন عَلَیْہِ السَّلَام (রমযানুল মুবারকের) প্রতিরাতে উপস্থিত হতেন আর রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে কুরআনে আযীমের চর্চা করতেন, ব্যস রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দ্রত গতি সম্পন্ন বাতাসের চেয়েও বেশি দান করতেন। (ফয়যানে সুন্নাত, সহীহ বুখারীর রেফারেন্স, ১/৯ পৃ:, হাদীস: ৬)

 

কখনো কাউকে খালি হাতে ফিরাতেন না

          হযরত জাবের বিন আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: রাসূলে পাক
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কখনো কোন ভিক্ষুককে উত্তরে না শব্দটি বলেননি। (শিফা শরীফ, ১/১১১ পৃ:) একবার নবীয়ে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে ৭০ হাজার দিরহাম আনা হলো, তো তিনি সেই দিরহামগুলো একটি মাদুরের উপর রাখলেন আর পাশে দাড়িয়ে বন্টন করতে লাগলেনকোন ভিক্ষুককে খালি ফিরিয়ে দেননি, এমনকি এক পর্যায়ে সেগুলো শেষ হয়ে গেল

(আখলাকুন নবী ওয়া আদাবুহু, হাদীস: ৯৫, পৃ: ৩০)