Book Name:Sakhawat e Mustafa
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো।
(তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার সিডিউল ১৯ সেপ্টেম্বর ২০২৪ইং
(১) সুন্নাত ও আদব শিখা: ৫ মিনিট (২) দোয়া মুখস্ত করানো ৫ মিনিট, (৩) যাচাই: ৫ মিনিট, সর্বমোট ১৫ মিনিট
যিকির ও দরুদের অবশিষ্ট মাদানী ফুল
* দরুদ শরীফ পাঠ করাটা মূলত আপন প্রতিপালকের দরবারে কিছু চাওয়ার একটা মাধ্যম। (গুলদস্তায়ে দরুদ ও সালাম, ২২ পৃ:) * দরুদ ও সালাম পাঠ করা আল্লাহ পাক ও তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সন্তুষ্টির কারণ। (গুলদস্তায়ে দরুদ ও সালাম, ১২ পৃ:) * বরকত হাসিল ও মারেফতের উন্নতীর এবং রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নৈকট্য লাভের জন্য অধিকহারে দরুদ ও সালামের চেয়ে উত্তম কোন মাধ্যম নেই। (গুলদস্তায়ে দরুদ ও সালাম, ১৭ পৃ:) * দরুদে পাক দোয়া কবুল হওয়ার কারণ। (ফিরদাউসুল আখবার, বাবুস সাদ, ২/২২, হাদীস: ৩৫৫৪) * দরুদে পাক সমস্ত পেরেশানী দূর করার জন্য এবং সমস্ত চাহিদা পূরণের জন্য যথেষ্ট। (দুররে মনসুর, পারা: ২২, সূরা আহযাব, আয়াতের পাদটিকা: ৫৬, ৬/৬৫৪) * দরুদে পাক গুনাহের কাফফারা। (জিলাউল ইফহাম, ২৩৪ পৃ:) * সদকার স্থলাভিষিক্ত বরং সদকার চেয়ে উত্তম। (জযবুল কুলুব, ২২৯ পৃ:) * দরুদ শরীফের দ্বারা মুসিবত দূর হয়। * রোগ-ব্যাধি থেকে আরোগ্য নসিব হয়। * ভয় দূর হয়। * জুলুম থেকে মুক্তি পাওয়া যায়। * শত্রুদের উপর বিজয় অর্জিত হয়। * দরুদ শরীফ পড়ার মাধ্যমে কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্তি পাওয়া যায়। * সাকারাতের সময় সহজতা নসিব হয়। * দুনিয়ার ধ্বংসলীলা থেকে মুক্তি মিলে। * দারিদ্রতা দূরীভূত হয়। * ভুলে যাওয়া জিনিস স্মরণে এসে যায়। (জযবুল কুলুব, ২২৯ পৃ:)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দাওয়াতে ইসলামীর সপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার সিডিউল অনুযায়ী “বৃদ্ধাঙ্গুল চুম্বন করার দোয়া” মুখস্ত করানো হবে। দোয়াটি হলো:
صَلَی اللهُ عَلَیْکَ یَا رَسُوْلَ الله ،قُرَّۃُ عَیْنِیْ بِکَ یَا رَسُوْلَ الله ،
اَللَّہُمَّ مَتِّعْنِیْ بِسَّمْعِ وَالْبَصَرْ