Sakhawat e Mustafa

Book Name:Sakhawat e Mustafa

পাক তার সম্পদ বাড়িয়ে দিবেন এবং তার সাওয়াব ৭০০গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন, শুধু এগুলো নয়, বরং ইরশাদ করেন:

وَ اللّٰہُ یُضٰعِفُ لِمَنْ یَّشَآءُ                 কানযুল ঈমান থেকে অনুবাদ: আর আল্লাহ তা থেকেও অধিক বৃদ্ধি করেন যার জন্য চান

 

          আসুন! উৎসাহের জন্য নবীয়ে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দানশীলতার আরো কিছু ঘটনা শ্রবণ করি যাতে আমাদের দ্বীন প্রচার ও প্রসার, মসজিদ ও মাদরাসার খিদমত, মুসলমানদের আর্থিক সহযোগিতা ও আল্লাহর রাস্তায় ব্যয় করার প্রেরণা বাড়বে

 

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দানশীলতার ঘটনা

          হুনায়নানের যুদ্ধে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এতো পরিমাণ দান করেছেন যে, অনুমানও করা যাবে নাতিনি গ্রামে বসবাসকারী অনেকের মধ্যে ১০০টি করে উট দান করেছেন। (বুখারী, ৩/১১৮, হাদীস: ৪৩৩৭)

          হযরত সফওয়ান বিন উমাইয়া (ইসলাম গ্রহণের পূর্বে হুনায়নের যুদ্ধে) ছাগল চেয়েছেন, যেগুলো দ্বারা দুই পাহাড়ের মধ্যবর্তী বন ভরা ছিলো, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ঐসবগুলো ছাগল তাকে দিয়ে দিলেনতিনি তার গোত্রের মধ্যে গিয়ে বললেন: হে আমার গোত্রের লোকেরা! তোমরা ইসলাম গ্রহণ করে নাও! আল্লাহ পাকের শপথ! মুহাম্মদ (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) এমনভাবে দান করেন যে, অভাবের আর ভয় থাকে না।

(মিশকাতুল মাসাবীহ, কিতাবুল ফাযায়িল ওয়াশ শামায়িল, ২/৩৪৬, হাদীস: ৫৮০৬)

 

          ওলামায়ে কেরামগণ বলেন: রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সেই একদিনের অনুদান, দানশীল বাদশাদের সারা জীবনের দানশীলতা ও অনুদানের চেয়েও বেশি ছিলো, জঙ্গল ছাগল দ্বারা ভরপুর আর হুযুরে (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) দান করছেন আর ভিক্ষুকরা দল বেঁধে আসতো আর হুযুর (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) পেছনে যেতে থাকতেনএমনকি এক পর্যায়ে যখন সমস্ত মাল শেষ হয়ে গেল, একজন আরাবী (আরবের গ্রামে বসবাসকারী লোক) চাদর মুবারক শরীর মুবারক থেকে টান দিল, যার কারণে কাঁধ ও কোমর শরীফের উপর সেটার দাগ পড়ে গেলো, তাকে এতটুকু বললেন: হে লোকেরা! তাড়াহুড়া করিও না, আল্লাহ পাকের শপথ আমাকে কখনো কৃপণ পাবে না(বুখারী, কিতাবুল জিহাদ , /২৬০, হাদীস: ২৮২১)

          একইভাবে হযরত সাহল বিন সা رَضِیَ اللهُ عَنْہُ বলেন, এক মহিলা একটি চাদর নিয়ে আসলো, সে আরয করলো: ইয়া রাসূলাল্লাহ  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! এটা আমি নিজের হাতে বুনেছি, আমি আপনার পরিধানের জন্য এনেছি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সেটা প্রয়োজন ছিলো, এজন্য তিনি সেই চাদরটি নিয়ে নিলেন, এরপর নবীয়ে পাক
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদের সাথে বের হলেন আর সেই চাদরটি তেহবন্দ হিসেবে বেঁধেছিলেন এক সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ সেটা দেখে আরয করলেন: কি সুন্দর চাদর এটা আমাকে পড়িয়ে দিন