Maut Ke Qasid

Book Name:Maut Ke Qasid

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আজ শবে বরাত, মুক্তি পাওয়ার রাত, কল্যাণময় রাত, রহমতময় রাত, দোয়া কবুল হওয়ার রাত, ক্ষমার রাত, রিযিক বন্টনের রাত, হাজ্বীদের নাম লিপিবদ্ধের রাত, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাত, সৌভাগ্য বা দূভাগ্য লিখার রাত। আজ ঐ রাত আগামী শবে বরাত পর্যন্ত মৃত্যু বরণকারীদের নাম মালাকুল মউত হযরত সায়্যিদুনা আযরাইল عَلَیْہِ السَّلَام নিকট সৌপর্দ করা হয়। হায়!

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! জীবন মৃত্যুর আমানত, যেটা ধীরে ধীরে এবং কখনো হঠাৎ মৃত্যুর মুখে পতিত হয়। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর দরজা দিয়ে অতিক্রম করতে হবে। মৃত্যুর সময় নির্ধারিত কিন্তু এর জ্ঞান আমাদের নেই যে, কখন আমরা মৃত্যুবরণ করবো। কিন্তু যখন চুল ও দাঁড়ি সমূহে শুভ্রতা প্রকাশিত হবে (অর্থাৎ চুল দাঁড়ি সাদা হয়ে যাবে), আর বয়সও বেশি হয়ে যাবে তখন জেনে নেওয়া উচিত যে, এখন পরীক্ষা মাথার উপর। কেননা, যৌবন অতিবাহিত হওয়ার পর বৃদ্ধকালে মৃত্যুর অবতরণের দূত বার্তা নিয়ে আসতে পারে। আসুন! মৃত্যুর ঐ দূত সমূহ সম্পর্কে একটি ঘটনা শুনি এবং এর থেকে উপদেশের মাদানী ফুল গ্রহণ করে নিজের সংশোধনের চেষ্টা করি। যেমনিভাবে-

 

মৃত্যুর তিনটি দূত

          আল্লাহ পাকের প্রিয় নবী হযরত ইয়াকুব عَلَیْہِ السَّلَام এবং হযরত আজরাঈল মালাকুল মউত عَلَیْہِ السَّلَام এর মধ্যে বন্ধুত্ব ছিলো। একবার যখন হযরত মালাকুল মউত عَلَیْہِ السَّلَام আসলো, তখন হযরত ইয়াকুব عَلَیْہِ السَّلَام জিজ্ঞাসা করলেন: আপনি কি সাক্ষাতের জন্য এসেছেন নাকি আমার রূহ কবজ করার জন্য? বললেন: সাক্ষাতের জন্য। বললেন: আমার প্রাণ বের করার পূর্বে আমার কাছে আমার মৃত্যুর দূত পাঠাবেন। মালাকুল মউত
عَلَیْہِ السَّلَام বললেন: আমি আমার পক্ষ থেকে দুই বা তিনটি দূত পাঠাবো। অতঃপর যখন রূহ কবজ করার জন্য মালাকুল মউত عَلَیْہِ السَّلَام আসলেন, তখন তিনি (ইয়াকুব) عَلَیْہِ السَّلَام বললেন: আপনি আমার ওফাতের পূর্বে দূত পাঠানোর কথা ছিলো তার কি হলো? হযরত মালাকুল মউত عَلَیْہِ السَّلَام বললেন: কালো চুলের পর সাদা চুল, শারীরিক শক্তির পর দূর্বলতা আর সোজা কোমরের পর কোমর ঝুকে যাওয়া। হে ইয়াকুব عَلَیْہِ السَّلَام মৃত্যুর পূর্বে মানুষের নিকট আমার পক্ষ থেকে দূতই তো বটে।

(মুকাশাফাতুল কুলুব, ২১ পৃষ্ঠা)

 

রোগও মৃত্যুর দূত স্বরূপ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ঘটনাটি শুনে জানতে পারলাম, রূহ কবজ করার পূর্বে মালাকুল মউত عَلَیْہِ السَّلَام তার দূত পাঠিয়ে থাকেন। যাতে বান্দা সতর্ক হয়ে যায় এবং নিজের গুনাহ থেকে তাওবা করে আল্লাহ পাক ও তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হুকুম সমূহ পালনের