Book Name:Maut Ke Qasid
কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং তারা তাতে আর্তনাদ করে বলতে থাকবে; হে আমাদের প্রতিপালক! আমাদেরকে বের করো যেন আমরা সৎ কাজ করি, সেটার বিপরীত যা আমরা পূর্বে করতাম। আমি কি তোমাদেরকে ঐ দীর্ঘ জীবন দান করিনি যাতে অনুধাবন করতো যার অনুধাবন ক্ষমতা আছে এবং সর্তককারী তোমাদের নিকট তাশরীফ এনেছিলেন। সুতরাং এখন স্বাদ গ্রহণ করো যেহেতু , জালিমদের কোন সাহায্যকারী নেই।
এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাব সমূহের; একটি বর্ণনা মতে “আন্ নজীর” শব্দের দ্বারা উদ্দেশ্য হলো; বার্ধক্য। আল্লামা বগভী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখন একটি চুল সাদা হয়ে যায় তখন অন্য চুলকে বলে; তুমিও প্রস্তুত হয়ে যাও যে, মৃত্যুর সময় নিকটে চলে এসেছে।
(তাফসীরে বগভী, ৩য় খন্ড, ৪৯৫ পৃষ্ঠা। দুররে মনসূর, ৭ম খন্ড, ৩২ পৃষ্ঠা)
জানা গেলো, বার্ধক্যও মৃত্যুর বার্তা বাহকের অন্তর্ভূক্ত। এটা এমন বয়স যে, এই বয়সে মানুষ নফসের কামনা বাসনা ত্যাগ করে, দুনিয়ার ভালবাসা পিছনে ফেলে আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করা উচিত এবং জীবনের বাকী সময় মৃত্যুর স্মরণ এবং পরকালের প্রস্তুতির জন্য কাটিয়ে দেয়া উচিত। আমাদের বুযুর্গগণ এইবাবে তাদের জীবন পরকালের চিন্তায় এবং আল্লাহ পাকের হুকুম বাস্তবায়ন করার মধ্য দিয়ে অতিবাহিত করতেন। যখন তাঁরা তাঁদের দাঁড়ি বা চুলে কোন সাদা চুল দেখতেন তখন একাকীত্ব অবলম্বন করতেন এবং সব সময় আল্লাহ পাকের ইবাদত ও রিয়াজতের মধ্যে ব্যস্ত হয়ে যেতেন। যেমন-
হযরত সায়্যিদুনা আয়াস বিন কাতাদাহ رَضِیَ اللهُ عَنْہُ তাঁর গোত্রের সরদার ছিলেন। একদিন তিনি رَضِیَ اللهُ عَنْہُ তাঁর দাঁড়ির মধ্যে একটি সাদা দাঁড়ি দেখলেন, তখন দোয়া করলেন: হে আল্লাহ্! আমি হঠাৎ ঘটমান ঘটনাবলী থেকে তোমার কাছে আশ্রয় চাই আমার জানা আছে যে, মৃত্যু আমার উপর রয়েছে, আমি তার থেকে রক্ষা পাবনা। অতঃপর তিনি তাঁর গোত্রের লোকদের নিকট গেলেন এবং বলতে লাগলেন: হে বনু সাদ! আমি আমার যৌবন তোমাদের জন্য কাটিয়ে দিয়ে ছিলাম এখন তোমরা আমার বার্ধক্যটা আমাকে দান করো। অতঃপর তিনি رَضِیَ اللهُ عَنْہُ ঘরে চলে গেলেন এবং ইবাদতে ব্যস্ত হয়ে গেলেন অবশেষে তাঁর ওফাত হয়ে গেলো।
(বাহরুদ দুমু, ১১২ পৃষ্ঠা)
প্রিয় ইসলামী ভাইয়েরা! বৃদ্ধ লোক মৃত্যুর অনেক নিকটবর্তী হয়ে থাকে কিন্তু এটা সত্ত্বেও কিছু লোক ঐ বয়সেও গুনাহের কাজে মগ্ন থাকে এবং গালি গালাজ, সিনেমা-নাটক, মিথ্যা, গীবত, এবং চুগলখোরী থেকে সরে আসে না। এমনকি সম্পদ অর্জন করার জন্য মন মানসিকতা তাদের উপর ভর করে। যেমন- হাদীস শরীফের মধ্যে রয়েছে; নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “মানুষ বৃদ্ধ হয় কিন্তু তার ২টি বিষয় যুবক থেকে যায়; (১) লোভ এবং (২) দীর্ঘ আশা।”
(সহীহ মুসলিম, কিতাবুয যাকাত, ৫২১ পৃষ্ঠা, হাদীস নং- ১০৪৭)
অনুরূপ ভাবে শাহানশাহে মদীনা, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “বৃদ্ধ মানুষের অন্তর ২টি বিষয়ের মুহাব্বতে যৌবন থাকে; (১) জীবনের এবং (২) সম্পদের মুহাব্বত।”