Maut Ke Qasid

Book Name:Maut Ke Qasid

          বর্ণিত আছে; একবার মালাকুল মউত عَلَیْہِ السَّلَام হযরত সোলাইমান عَلَیْہِ السَّلَام এর নিকট এসে তার পাশে বসলেন এবং একজন ব্যক্তিকে বারবার দেখতে লাগলেন, অতঃপর বাহিরে চলে গেলেন। ঐ ব্যক্তি হযরত সোলাইমান عَلَیْہِ السَّلَام কে আরয করলেন: তিনি কে? তিনি عَلَیْہِ السَّلَام বললেন: তিনি মালাকুল মউত عَلَیْہِ السَّلَام ছিলেন। ঐ ব্যক্তিটি আরয করলেন: আমি তার দিকে যখন তাকালাম তখন তিনি আমার দিকে এমনভাবে দেখছিলেন যেন আমাকেই নিয়ে যাওয়ার জন্য এসেছেন। হযরত সায়্যিদুনা সোলাইমান عَلَیْہِ السَّلَام বললেন: এখন তুমি কি চাও? সে আরয করলো: আপনি আমাকে তার থেকে রক্ষা করুন এবং বাতাসকে আদেশ দিন যেন আমাকে হিন্দুস্থানের কোন দূরবর্তী এলাকায় নিয়ে গিয়ে পৌঁছে দেয়। আদেশ শুনা মাত্রই বাতাস তাকে সেই স্থানে পৌঁছে দিলো। যখন মালাকুল মউত عَلَیْہِ السَّلَام দ্বিতীয়বার আসলেন, তখন হযরত সোলাইমান عَلَیْہِ السَّلَام কে জিজ্ঞাসা করলেন: তুমি আমার পাশে বসা লোকটিকে বারবার কেন দেখছিলে? মালাকুল মউত عَلَیْہِ السَّلَام বললেন: আমার এর প্রতি অবাক লাগলো যে, আমার কাছে আদেশ পৌঁছেছে যেকিছুক্ষণ পর তার রূহ হিন্দুস্থানের কোন দূরবর্তী এলাকায় কবজ করা অথচ সে আপনার পাশে বসা ছিলো। (ইহ্ইয়াউল উলুম, ৫ম খন্ড, ৩১৬ পৃষ্ঠা)

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! ঐ ব্যক্তি এ ধারণা করেছিলো যে, যদি মালাকুল মউত এর দৃষ্টি থেকে সরে গিয়ে কোথাও দূরে চলে যাওয়া যায় তবে মৃত্যু থেকে বাঁচার ক্ষেত্রে সফল হওয়া যাবে। কিন্তু আফসোস! যেই স্থানে তার মৃত্যু আগে থেকেই লিখা ছিলো, সেই নিজেই সেখানে পৌঁছে গেলো। মনে রাখবেন! মৃত্যু কাউকে ছাড় দিবে না। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেমনিভাবে- ১৭ পারার সূরা আম্বিয়া-র ৩৫নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:

کُلُّ نَفْسٍ ذَآئِقَۃُ  الْمَوْتِ ؕ                           

কানযুল ঈমান থেকে অনুবাদ: প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

 

          প্রসিদ্ধ মুফাস্সীর হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতের ব্যাখ্যায় বলেন: মানুষ হোক বা জ্বিন অথবা ফেরেস্তা আল্লাহ পাক ছাড়া প্রত্যেককেই মৃত্যুর শিকার হতে হবে এবং প্রত্যেক বস্তু ধ্বংসশীল। (নূরুল ইরফান, ১১৭ পৃষ্ঠা)

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! কুরআনে করীমের সুস্পষ্ট শব্দ সমূহের দ্বারা এই ঘোষণা দেয়া হচ্ছে যে, মৃত্যু সবার কাছে আসবে তা থেকে কেউ মুক্তি  পাবে না তা সত্ত্বে ও আমরা এটার জন্য প্রস্তুতি না নেই তাহলে তা কতই আফসোসের বিষয়। যদি কোন ব্যক্তি রঙ্গিন এবং আনন্দ দায়ক কোন অনুষ্টানে অংশ গ্রহণ করে এবং তাকে সংবাদ দেয়া হয় যে, এখনই কোন এক সৈন্য আসবে এবং তোমাকে সবার সামনে পাঁচটি বেত্রাঘাত করবে তাহলে নিশ্চয় তার ঐ অনুষ্ঠানটি স্বাদহীন এবং জীবন সৌন্দর্য্যহীন মনে হবে কিন্তু মৃত্যু যা সর্বদা আমাদের পিছনে চলে আসছে এবং যে কোন সময় সবচেয়ে বড় কঠিন অবস্থা সহকারে এসে পড়বে তার পরে ও আমরা উদাসীনতার নিদ্রায় শুয়ে আছি।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد