Faizan e Syeda Khatoon e Jannat

Book Name:Faizan e Syeda Khatoon e Jannat

 

    হযরত উম্মে আয়মান رَضِیَ اللهُ عَنْہَا বলেন: একবার প্রচন্ড গরমের দিন ছিলো, রমযানুল মুবারকের মাস ছিলো এবং দুপুরের সময় ছিলো, আমি খাতুনে জান্নাত সায়্যিদা ফাতেমা رَضِیَ اللهُ عَنْہَا এর ঘরে গেলাম, দরজা বন্ধ ছিলো এবং ভেতর থেকে চাক্কি চলার আওয়াজ আসছিলো

 

    আগেকার যুগে দানা পিষে আটা তৈরী করার জন্য পাথরের চাক্কি ছিলো আর তা হাতের সাহায্যে চালানো হতো, চাক্কি চলার আওয়াজ আসার অর্থ এটা ছিলো যে, সায়্যিদা ফাতেমা رَضِیَ اللهُ عَنْہَا ঘরে রয়েছেন আর চাক্কি চালাচ্ছেন, কিন্তু ঘটনা এর বিপরীত ছিলো, সুতরাং দরজার ফাঁক দিয়ে হযরত উম্মে আয়মন رَضِیَ اللهُ عَنْہَا এর দৃষ্টি ভেতরে পড়লে, তিনি দেখে অবাক হয়ে গেলেন যে, চাক্কি চলছে, তাতে দানা পেষা হচ্ছে, পাশে হাসনাইনে কারীমাইন (ইমাম হাসান ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُمَا) দোলনায় আরাম করছেন আর দোলনাও দুলছে কিন্তু সায়্যিদা ফাতেমা رَضِیَ اللهُ عَنْہَا চাক্কির পাশেই মাটিতে আরাম করছেন (অর্থাৎ ঘুমাচ্ছেন) হযরত উম্মে আয়মন رَضِیَ اللهُ عَنْہَا বলেন: এই ঘটনাটি দেখে আমি খুব আশ্চর্য হলাম; চাক্কি নিজে নিজে কেমনে চলছে? হাসনাইনে কারীমাইন رَضِیَ اللهُ عَنْہُمَا এর দোলনাও কিভাবে নিজে নিজে দুলছে? আমি আমার এই আশ্চর্যের বিষয়টি জানার জন্য অদৃশ্যের সংবাদদাতা নবী   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   এর খেদমতে উপস্থিত হলাম আর বললাম: ইয়া রাসূলাল্লাহ    صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  ! সায়্যিদা ফাতেমা তো আরাম করছেন কিন্তু চাক্কিও চলছে, দোলনাও দুলছে? এর রহস্য কি? প্রিয় নবীম রাসূলে আরবী   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   ইরশাদ করলেন: হে উম্মে আয়মন! প্রচন্ড গরম, রমযান মাস, ফাতেমা রোযা রেখেছে, আল্লাহ পাক ফাতেমার উপর ঘুমের প্রাধান্য বাড়িয়ে দিয়েছেন যাতে কিছুক্ষণ আরাম করে নেয় আর সে যেনো গরমের তীব্রতা অনূভব না করে এবং ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছেন যারা চাক্কি চালাচ্ছে আর দোলনাও দুলাচ্ছে (সফিনায়ে নূহ, দ্বিতীয় খন্ড, ৩৫ পৃ:)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    হে আশিকানে রাসূল! ভাবুন তো! প্রচন্ড গরম আর সেই গরমও আরব শরীফের, মাহে রমযান সায়্যিদা ফাতেমাতুয যাহরা رَضِیَ اللهُ عَنْہَا রোযা রেখেছেন আর অপরদিকে