Book Name:Faizan e Syeda Khatoon e Jannat
নিকট এমন কোন নেকী থাকবে না, যা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। ব্যস তোমরা মাহে রমযানের ব্যাপারে ভয় করো, কেননা যেভাবে এই মাসে অন্যান্য মাসের তুলনায় নেকী বাড়িয়ে দেয়া হয়, ঠিক তেমনিভাবে গুনাহেরও একই ব্যাপার।
(মু’জামে সগির, ৯/৬০, হাদীস: ১৪৮৮)
আল্লাহ পাক আমাদের সকলকে মাহে রমযানকে উত্তমভাবে, আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজ করে, প্রতিটি মূহুর্তকে গুরুত্ব দিয়ে, নেকীতে, ইবাদতে, যিকিরে, কবরের কথা স্মরণ করে, মদীনার স্মরণ অন্তরে ধারন করে, উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ করে, মাতা-পিতার প্রতি আদব প্রদর্শন করে, নিকটাত্মীয়দের সাথে উত্তম আচরণ করে, প্রতিবেশিদের হক আদায় করে, গরীবদের সাহায্য করে এবং ফয়যানে রমযান দ্বারা খালি ঝুলি পূর্ণ করার তাওফিক দান করো।
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! ৩ রমযানুল মুবারক আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় কন্যা, সায়্যিদায়ে কায়েনাত, খাতুনে জান্নাত, হযরত সায়্যিদা ফাতেমাতুয যাহরা, তায়্যিবা, তাহেরা, আবিদা, যাহিদা رَضِیَ اللهُ عَنْہَا এর ওরসে পাক, অতএব আজ আমরা সায়্যিদা খাতুনে জান্নাত رَضِیَ اللهُ عَنْہَا এর পবিত্র জীবনীর কিছু দিক সম্পর্কে শ্রবণ করার সৌভাগ্য অর্জন করবো। আসুন! প্রথমে একটি ঈমানোদ্দীপক ঘটনা শুনি।
ফেরেশতারা চাক্কি পিষতে উপস্থিত হলো
হযরত উম্মে আয়মন رَضِیَ اللهُ
عَنْہَا সাহাবিয়া ছিলেন, তিনি প্রিয় নবী
صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সম্মানীত পিতা হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ
عَنْہُ এর কানিয (বাঁদি) ছিলেন, অতঃপর তাঁর ওফাতের পর উত্তরাধীকার সুত্রে রাসূলে আকরাম صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে আসলেন, হুযুর صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র ছোটবেলায় হযরত উম্মে আয়মন رَضِیَ اللهُ
عَنْہَا খুব খেদমত করার সৌভাগ্য অর্জন করেন, এজন্য প্রিয় নবী صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করতেন: উম্মে আয়মন আমার দ্বিতীয় মা। (আসাবা, ৮/৩৫৯)