Book Name:Faizan e Syeda Khatoon e Jannat
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষ করার পূর্বে আসুন! শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর কিতাব “ফয়যানে রমযান” থেকে রোযার নিয়্যত সম্পর্কিত কিছু মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। * রমযানের রোযা পালন ও মান্নত এবং নফল রোযার জন্য নিয়্যতের সময় সূর্যাস্তের পর থেকে দাহওয়ায়ে কুবরা অর্থাৎ শরয়ী অর্ধ দিনের পূর্ব পর্যন্ত, এই পুরো সময়ের মধ্যে আপনি যখনই নিয়্যত করে নিবেন, রোযা হয়ে যাবে। (রদ্দুল মুহতার, ৩/৩৩২) * নিয়্যত অন্তরের ইচ্ছার নাম, মুখ দিয়ে বলা শর্ত নয়, কিন্তু মুখ দিয়ে বলা মুস্তাহাব * যদি রাতে রমযানের রোযার নিয়্যত করেন তবে এইভাবে বলবেন:
نَوَیتُ اَنْ اَصُوْ مَ غَدًا لِلّٰہِ تَعَالیٰ مِنْ فَرْضِ رَمَضان۔
অনুবাদ: আমি নিয়্যত করছি যে, আল্লাহ পাকের জন্য এই রমযানের ফরয রোযা আগামিকাল রাখবো। * যদি দিনে নিয়্যত করেন তবে এইভাবে বলুন:
نَوَیتُ اَنْ اَصُوْ مَ ھٰذاالْیومَ لِلّٰہِ تَعَالیٰ مِنْ فَرضِ رَمَضان ۔
অনুবাদ: আমি নিয়্যত করছি যে, আল্লাহ পাকের জন্য এই রমযানের ফরয রোযা রাখবো। (রদ্দুল মুহতার, ৩/৩৩২) * আরবিতে নিয়্যতের শব্দাবলি আদায় করা তখনই গন্য হবে যখন এর অর্থও জানা থাকে। আর এটাও মনে রাখবেন যে, মুখে নিয়্যত করা, যে ভাষাতেই হোক না কেনো, তা তখনই কার্যকর হবে যখন তার অন্তরেও নিয়্যত বিদ্যমান থাকবে। (প্রাগুক্ত) * নিয়্যত নিজের মাতৃভাষায়ও করা যায়। (রদ্দুল মুহতার, ২/৩৩২) * যদি দিনের বেলায় নিয়্যত করেন তবে জরুরী হলো যে, এই নিয়্যত করা যে, আমি সকাল থেকে রোযাদার। যদি এইভাবে নিয়্যত করা হয় যে, এখন থেকে রোযাদার সকাল থেকে নই, তবে রোযা হবে না।
(আল জাওহারাতুন নাইয়্যিরা, ১/১৭৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد