Book Name:Faizan e Syeda Khatoon e Jannat
হে আশিকানে রাসূল! মুসলমানদেরে উপকার করতেও অপরের হকের প্রতি লক্ষ্য রাখতে, নেককার হতে এবং কবর ও আখিরাতের প্রস্তুতি নেয়ার মানসিকতা পেতে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং যেলি হালকার ১২টি দ্বীনি কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করুন! “৭২টি নেক আমল” এর উপর আমল ও আশিকানে রাসূলের সাথে মাদানী কাফেলায় সফর করুন! اِنْ شَآءَ الله এর অসংখ্য বরকত নসিব হবে। শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদানকৃত “৭২টি নেক আমল” এর একটি, নেক আমল নম্বর ২২ হলো যে, আপনি কি আজ আপনার ঘরের জানালা দিয়ে অকারণে বাইরে উঁকি তাছাড়া অন্য কারো দরজা ইত্যাদি দিয়ে তাদের ঘরের ভেতরে উঁকি দেয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করেছেন? এই নেক আমলটিও প্রতিবেশি ও মুসলমানদের হকের নিরাপত্তার নিশ্চয়তা এবং এর উপর আমলের বরকতে আমরা অনেক গুনাহ থেকেও বাঁচতে পারবো। নেক আমলের উপর স্বয়ং নিজেও আমল করুন এবং অপরকেও এর প্রতি উদ্বুদ্ধ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! সায়্যিদা ফাতেমাতুয যাহরা رَضِیَ اللهُ عَنْہَا এর ফাকর, দানশীলতা ও পরোপকারের ব্যাপারে আরও একটি ঘটনা শ্রবণ করি: তাফসীরে খাযায়িনুল ইরফানে রয়েছে: একবার হাসনাইনে কারীমাইন رَضِیَ اللهُ عَنْہُمَا অসুস্থ হয়ে পড়লেন, তখন হযরত আলীউল মুরতাদা, হযরত ফাতেমাতুয যাহরা এবং তাঁর কানিয হযরত ফিদ্দা رَضِیَ اللهُ عَنْہُمْ, এই তিনজন মনিষী মান্নত করলেন যে, আল্লাহ পাক হাসনাইনে কারীমাইনকে رَضِیَ اللهُ عَنْہُمَا আরোগ্য দান করলে তবে আমরা তিনজন ৩টি করে রোযা রাখবো, আল্লাহ পাক হাসনাইনে কারীমাইনদের رَضِیَ اللهُ عَنْہُمَا আরোগ্য দান করলেন, এখন হযরত আলীউল মুরতাদা, হযরত ফাতেমাতুয যাহরা ও তাঁদের কানিয হযরত ফিদ্দা رَضِیَ اللهُ عَنْہُمْ মান্নত পূরণ করার জন্য রোযা রাখলেন, হযরত আলীউল মুরতাদা رَضِیَ اللهُ عَنْہُ কিছু যব আনলেন, যাতে তা দিয়ে রুটি বানিয়ে ইফতার করতে পারে, হযরত ফাতেমাতুয যাহরা رَضِیَ اللهُ عَنْہَا প্রথমদিন রুটি বানালেন, খাবার রাখা হলো, সূর্য অস্ত যাওয়ার জন্য অপেক্ষা করতে রইলেন, ইতিমধ্যে দরজায় কড়াঘাত হলো আর একজন মিসকিন ডাক দিলো: হে সাআদাতে