Book Name:Faizan e Syeda Khatoon e Jannat
আমাদের এখানে, তেমন গরমও পড়ে না আর যদি কোথাও পড়ে তবে তা এখন ঠান্ডা ঘর, ঘরে ফ্যান রয়েছে, এসি রয়েছে এরপরও আমরা রোযা রাখি না, মনে রাখবেন! রমযান শীতকালে আসুক বা গরমকালে, এর রোযা ফরয এবং তা রাখতেই হবে। সাহাবায়ে কিরাম رَضِیَ اللهُ عَنْہُمْ এবং আমাদের মনোভাবের মধ্যে বিরাট একটি পার্থক্যও হলো যে, সাহাবায়ে কিরাম رَضِیَ اللهُ عَنْہُمْ নেকী, জান্নাত, আখিরাতের সাওয়াব ও আল্লাহ পাকের সন্তুষ্টির লোভী ছিলেন, তবে ধীরে ধীরে যতই নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জাহেরি হায়াতের যুগ থেকে দূরত্ব বাড়ছে, আমরা সুযোগ-সুবিধা পছন্দ করতে লাগলাম, গরমকালের রোযাও যদিওবা যারা রাখার তারা তো রাখেই কিন্তু সাধারণত আকাঙ্খা হয়ে থাকে যে, আহ! রমযানুল মুবারক শীতকালে আসলে খুব ভালো হতো। সাহাবায়ে কিরাম رَضِیَ اللهُ عَنْہُمْ এর স্বভাবে এর বিপরীত ছিলো, তাঁরা গরমকালের রোযা বেশি পছন্দ করতেন, মাওলায়ে কায়েনাত, আমিরুল মুমিনিন হযরত আলীউল মুরতাদা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি ৩টি জিনিস বেশি পছন্দ করি, এর মধ্যে একটি হলো: صِیَامُ الصَّیْف গরমকালে রোযা রাখা।
(আর রিয়াদুন নাদরা, বাবুল রাবি, ১/৫২)
আল্লাহ পাক আমাদের সকলকে অধিকহারে রোযা রাখার, অধিক ইবাদত, বন্দেগীর সহিত রমযানুল মুবারক অতিবাহিত করার ও এর বরকত অর্জন করার তাওফিক দান করো। اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সায়্যিদা ফাতেমা رَضِیَ اللهُ عَنْہَا এর সংক্ষিপ্ত পরিচিতি
হে আশিকানে রাসূল! বর্ণনাকৃত ঘটনার প্রতি গভীর মনোযোগ দিন! مَاشَآءَالله শাহজাদায়ীয়ে মুস্তফা, সায়্যিদা ফাতেমা رَضِیَ اللهُ عَنْہَا এর কেমন শান যে, ফেরেশতারা তাঁর খেদমতের জন্য উপস্থিত হতেন।
সায়্যিদায়ে কায়েনাত, সায়্যিদা ফাতেমা رَضِیَ اللهُ عَنْہَا আমাদের আক্বা ও মাওলা মুহাম্মদে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সবচেয়ে ছোট ও প্রিয় শাহজাদী, এক বর্ণনা অনুযায়ী তিনি নবুয়ত প্রকাশের প্রথম বছর যখন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বয়স