Book Name:Jamal e Mustafa
(আশ শামাইলে মুহাম্মদীয়া, লিত তিরমিযী, বাবু মা-যা ফি খালকি রাসূলিল্লাহ্, ২২ পৃষ্ঠা, হাদীস: ৭)
গেছোয়ে মুস্তফা মারহাবা মারহাবা,
দাঁড়ীয়ে মুস্তফা মারহাবা মারহাবা।
নাক মোবারক
হুযুরে আনওয়ার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাক মোবারক সুন্দর এবং বিস্তৃত ছিলো আর মাঝখানে সামান্য উত্থিত ও সুস্পষ্ট ছিলো। নাকের হাঁড়ে একটি নূর দীপ্তমান ছিলো। যে ব্যক্তি গভীর ভাবে দেখতো না, সে মনে করতো উঁচু হয়ে আছে, অথচ উঁচু ছিলো না। উঁচুতো সেই নূরটি ছিলো যা এটাকে ঘিরে ছিলো।
(আশ শামাইলে মুহাম্মদীয়া, লিত তিরমিযী, বাবু মা-যা ফি খালকি রাসূলিল্লাহ্, ২২ পৃষ্ঠা, হাদীস: ৭)
বীনীয়ে মুস্তফা মারহাবা মারহাবা,
পসিনায়ে মুস্তফা মারহাবা মারহাবা।
কপাল মোবারক
প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কপাল মোবারক প্রশস্থ ছিলো এবং প্রদীপের মতো উজ্জ্বল ছিলো। এজন্য হযরত হাস্সান বিন সাবিত رَضِیَ اللهُ عَنْہُ বলেন:
مَتٰی یَبْدُ فِی اللَّیْلِ الْبَھِیْمِ جَبِیْنُہٗ
بَلَجَ مِثْلَ مِصْبَاحِ الدُّجَی الْمُتَوَ قِّدٖ
অর্থাৎ- যখন অন্ধকার রাতে হুযুরে আনওয়ার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কপাল মোবারক প্রকাশ পেতো, তখন আন্ধকারে প্রজ্জ্বলিত প্রদীপের মতো জ্বলতো। (শরহে যুরকানী আলাল মাওয়াহিব, ৫ম খন্ড, ২৭৮ পৃষ্ঠা)
শাফায়াতে মুস্তফা মারহাবা মারহাবা,
পরচমে মুস্তফা মারহাবা মারহাবা।
কান মোবারক
হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উভয় কান মোবারক পরিপূর্ণ ছিলো। প্রখর দৃষ্টিশক্তির ন্যায় আল্লাহ পাক তাঁকে শ্রবনশক্তিও