Book Name:Jamal e Mustafa
“এলাকায়ি দাওরা”
প্রিয় ইসলামী ভাইয়েরা! নিজ অন্তরে ইশকে রাসূলের প্রদীপ আলোকৃত করার জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থেকে ১২ দ্বীনি কাজে শামিল হয়ে দ্বীনি প্রসারকে ছাড়া জাগানোর নিয়্যত করে নিন, اِنْ شَآءَ الله এর অগনিত বরকত নিজ চোখে দেখবে। আর যেলী হালকার ১২ দ্বীনি কাজে অংশ গ্রহণ কারী হয়ে যান।
যেলী হালকার ১২ দ্বীনি কাজের মধ্যে হতে একটি দ্বীনি কাজ হলো “এলাকায়ে দাওরা”ও রয়েছে। এ দ্বীনি কাজের অগণিত উপকার রয়েছে, যেমন মসজিদ আবাদ থাকবে, এলাকাতে খুব দ্বীনি কাজ ছড়ায়, নতুন ইসলামী দ্বীনি পরিবেশের নিকট আসে, বেনমাযীকে নামায নামাযী হওয়ার সৌভাগ্য নসিব হয়, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর দোয়ার অংশিদার ও নেকীর দাওয়াত দেয়ার সুযোগ হবে। বিভিন্ন এলাকাতে গিয়ে লোকদেরকে নামায ও সুন্নাতের দিকে ধাবিত করার জন্য নেকীর দাওয়াত দেওয়াটা নিঃসন্দেহে অনেক বড় সৌভাগ্য।
হযরত ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত যে হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: নেকীর দাওয়াত দেওয়া আর মন্দ কাজ থেকে নিষেধ করা সদকা স্বরুপ এবং তোমার চেয়ে দূর্বল ব্যক্তিকে আরোহণে বসিয়ে নেওয়া সদকা স্বরুপ আর রাস্তা থেকে কষ্ট দায়ক বস্তু অপসারিত করা ও নামাযের জন্য চলা প্রত্যেক কদমে তোমার জন্য সদকা স্বরুপ। (আত তারগিব ওয়াত তারহিব, ২/৪৬৬, হাদীস: ১৬৫৪) আপনারা শুনলেন যে নেকীর দাওয়াত দেয়ার মাধ্যমে সদকার সাওয়াবও অর্জন হয়, সুতরাং আমাদেরও উচিত যে ভালোভাবে এলাকায়ে দাওয়ারার মাধ্যমে আল্লাহ পাকের দয়ার হকদার হয়ে যায়।
প্রিয় ইসলামী ভাইয়েরা! নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সুন্দর ও আকর্ষণীয় হওয়ার সাথে সাথে পবিত্রতা ও