Book Name:Jamal e Mustafa
এই হাদীস শরীফ দ্বারা ঐ লোকদের শিক্ষাগ্রহণ করা উচিৎ, যারা বিয়ে অথবা ঈদের সময় নিজের হাতে বা আঙ্গুলে মেহেদী লাগিয়ে থাকে। যেরূপ পুরুষদের মহিলাদের নকল করা নাজায়িয, অনুরূপ মহিলারাও পুরুষদের নকল করতে পারবে না।
যেমন- হযরত ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; মুস্তফা জানে রহমত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم লানত (অভিশাপ) দিয়েছেন নারী সুলভ পুরুষদের উপর, যারা মহিলাদের আকৃতি ধারণ করে এবং পুরুষ সুলভ মহিলাদের উপর যারা পুরুষদের আকৃতি ধারণ করে। (মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল, ১ম খন্ড, ৫৪০ পৃষ্ঠা, হাদীস: ২২৬৩) জীব-জন্তুর ছবি বিশিষ্ট পোশাক কখনোই পরিধান করবেন না। পশু বা মানুষের ছবি বিশিষ্ট স্টিকারও নিজের পোশাকে লাগাবেন না, ঘরেও ঝুলিয়ে রাখবেন না। নিজের বাচ্চাদেরও এমন বেবী স্যূট পরাবেন না, যাতে পশু বা মানুষের ছবি রয়েছে। মহিলারা নিজের স্বামীর জন্য জায়িয বস্তু দ্বারা ঘরের চার দেওয়ারের ভেতর সাজ-সজ্জা করুন। কিন্তু মেকআপ করে এবং পরিপাটি হয়ে বাড়ির বাইরে বের হবেন না। আমাদের প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “মহিলারা হচ্ছে সম্পূর্ণ লুকানোর বস্তু। যখন কোন মহিলা বাইরে বের হয়, তখন শয়তান চুপে চুপে তাকে দেখে।” (জামে তিরমিযী, ২য় খন্ড, ৩৯২ পৃষ্ঠা, হাদীস: ১১৭৬) খালি মাথায় থাকা সুন্নাত নয়, তাই ইসলামী ভাইদের উচিৎ মাথায় পাগড়ী শরীফের তাজ সাজিয়ে রাখা। কেননা, এটা আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বড়ই একটি সুন্নাত।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ঘরে আসা যাওয়ার সুন্নাত ও আদব:
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন ঘরে আসা যাওয়ার সুন্নাত ও আদব সমূহ শ্রবণ করি * যখন ঘর থেকে বের হবেন তখন